সুমন ভট্টাচার্য
সম্প্রতি একটি অজ্ঞান পার্টির চক্র অভিনব পদ্ধতিতে অটোচালকদের অজ্ঞান করে অটো ছিনাইয়া নেওয়ার অপরাধ করে আসছে। গত ১২/০৪/২০২১ ইং তারিখ গৌরীপুর কলতাপাড়া অটোচালক শাহিনুর ইসলাম (৫২) প্রতিদিনের ন্যায় সকালে অটো নিয়া বের হয়। স্বাভাবিকভাবে রাতে তার বাসায় ফেরার কথা। কিন্তু সে আর ফেরেনি। পরের দিন ১৩/৪/২১ তারিখ তার স্ত্রী গৌরীপুর থানায় নিখোঁজ ডায়েরী করেন। ইং ১৬/০৪/২১ তারিখ ফেসবুকে পোষ্ট থেকে জানতে পারে একজন অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে আছে। তার স্ত্রী-ভাইয়েরা ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে গিয়ে লাশ সনাক্ত করেন। এই ঘটনায় ইং ১৯/০৪/২০২১ তারিখ গৌরীপুর থানায় একটি হত্যা মামলা রুজু হয়। তদন্তে নামে জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশ সুপারের নির্দেশনায় ওসি, ডিবি’র নেতৃত্বে দীর্ঘ তদন্তকালে অপরাধ চক্রটি সনাক্ত করতে সক্ষম হয়। হাসপাতালের সিসি ফুটেজের ছবি দেখে তাদেরকে সনাক্ত করা হয়। চক্রের ০৪ সদস্যকে ইং ০১/০৭/২০২১ তারিখ গাজীপুর হোতাপাড়া থানার মনিপুর বাজার এলাকা হতে গ্রেফতার করা হয়। তন্মধ্যে ০২ জন মহিলা ০২ জন পুরুষ। তাদের অপরাধের অভিনয়তা হলো প্রথমে অটোচালক সিলেকশন করে অপেক্ষাকৃত বয়স্কদের। নিদিষ্ট স্থানের জন্য রিজার্ভ করে। পথিমধ্যে তারা সকলেই জুস জাতীয় খাবার খায়। চালককে নেশাজাতীয় দ্রব্য মিশ্রিত জুস খাওয়ায়। একই অজ্ঞান পার্টির সদস্যরা গত ২৬/০৬/২০২১ তারিখ নান্দাইল থানা এলাকায় একই কায়দায় একটি অটো রিজার্ভ করে। পথিমধ্যে চালককে চেতনা নাশক খাবার খাওয়ায়ে অটোটি নিয়া চলে যায়। অটো চালক হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে। এই ঘটনায় ভিকটিম মোঃ সাইদুল ইসলামের অভিযোগের ভিত্তিতে নান্দাইল থানার মামলা নং-০১, তারিখ-০১/০৭/২১, ধারা-৩২৮/৩৭৯ পেনাল কোড রুজু হয়। গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইং ০১/০৭/২০২১ তারিখ নেত্রকোণা জেলার দূর্গাপুর থানা এলাকা হইতে ছিনতাইকৃত অটো ০২টি উদ্ধার করা হয়। আসামীর নাম ঠিকানাঃ- ১। মোঃ খোরশেদ আলম (৩৬) পিতা-আঃ হালিম মাতা-মোছাঃ খুশিরন বেগম সাং-পাথরডুবি, ডাকঘর-ফুলকুমার থানা-ভূরুঙ্গামারি, জেলা-কুড়িগ্রাম বর্তমান সাং-মনিপুর (দুদু মিয়ার বাড়ীর ভাড়াটিয়া) থানা-হোতাপাড়া, গাজীপুর মহানগর। ২। বকুল মিয়া (২৫) পিতা-মোঃ সুরুজ আলী মাতা-মোছাঃ জামেলা খাতুন সাং-হাটশিরা শিবনগর থানা-কলমাকান্দা, জেলা-নেত্রকোণা বর্তমান সাং-জয়নাতলী (বিমানবাহিনীর বাড়ীর ভাড়াটিয়া) থানা-হোতাপাড়া, গাজীপুর মহানগর । ৩। মোছাঃ শেফালী বেগম (৩০) স্বামী-ফরজুল হক ওরফে নজরুল ইসলাম মাতা মৃত-সুজেলা সাং-কাদিরপুর থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ। বর্তমান সাং-জয়নাতলী (ছাত্তারের বাড়ীর ভাড়াটিয়া) থানা-হোতাপাড়া, গাজীপুর মহানগর। ৪। মোছাঃ ইয়াসমিন আক্তার (২৬) স্বামী-জীবন রহমান পিতা-ধলা মিয়া, মাতা-হালিমা বেগম, সাং-শিবনগর, ডাকঘর-নাজিরপুর, থানা-কলমাকান্দা জেলা-নেত্রকোণা। বর্তমান সাং-মাসুমা রোড, মনিপুর (আঃ রউফ এর বাড়ীর ভাড়াটিয়া), থানা-হোতাপাড়া, গাজীপুর মহানগর। ভিকটিমের নাম ১। শাহিনুর ইসলাম (৫২) পিতা মৃত-আঃ রশিদ সাং-নন্দীগ্রাম থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ। বাদীর নাম ঠিকানা- ১। মোছাঃ পারভীন আক্তার (৩৮) স্বামী মৃত-শাহিনুর ইসলাম সাং-নন্দীগ্রাম থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহ। উদ্ধারকৃত আলামত- ০১। ০২টি ব্যাটারী চালিত অটো। ০২। ০১টি মোবাইল সেট।