এস এম রাজু আহমেদ
ওয়াসার এমডি তাকসিম এর ছত্রছায়ায় প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম এর বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের নানা অনিয়ম ও দূর্নীতির মাধ্যমে অর্ধশত কোটি টাকা হাতিয়ে নিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। ওয়াসার উপ প্রকল্প পরিচালক ও ইঞ্জিনিয়ার ফখরুল আহমেদ স্বল্প সময়ের ব্যবধানে অবিশ্বাস্য সম্পদের মালিক বনে গেছেন বিধায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে।
তবে সল্প বেতনের চাকুরীজিবি কিভাবে কোটি কোটি টাকার সম্পদের মালিক হলেন তা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করছেন। এসব সম্পদ অবৈধ উপায়ে অর্জন করেছেন বলে কেউ কেউ দাবী করলেও ফখরুলের তাতে কোন মাথা ব্যথা নেই। তিনি তো চাকুরী করেন ওয়াসার হেড অফিসে। অনুসন্ধানে জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যানের ডি-বøকের ৩নাম্বার রোডে ৬কাঠা জমিতে ১০তলা বিশিষ্ট এপার্টমেন্ট ভবন,
একই প্রজেক্টের সি-বøকের ২ নাম্বার রোডে ৩১ নাম্বার প্লটে ৬কাঠা জমির উপর ১০তলা বিশিষ্ট আরো একটি এপার্টমেন্ট ভবন, নবীনগর হাউজিংয়ের ১ নাম্বার রোডের ৫৫ নাম্বার প্লটে ৪ কাঠা জমি। লালমাটিয়ার সি- বøকে আলিশান ফ্ল্যাট রয়েছে।
স্থানীয়দের মতে এসব সম্পদের বর্তমান বাজার মুল্য অন্তত ১০ কোটি টাকার উপরে। তার ব্যবহৃত সরকারি গাড়ি নাম্বার ঢাকা মেট্রো-ঠ-১৩-৫২২৭। সামান্য বেতনে চাকুরী করে সম্পদের এমন পাহাড় গড়ে তোলা অবিশ্বাস্য ব্যাপারই বটে। এছাড়া নামে-বেনামে তাহার আরো অনেক সম্পদ রয়েছে স্থানীয়রা জানায়। এব্যাপারে জানাতে চেয়ে ইঞ্জিঃ ফকরুল ইসলামের মোবাইলে একাধিক বার করলেও তিনি কল রিসিভ করেননি।