অ্যাড. শফিকুল ইসলাম টুকু বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচিত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া বারের সিনিয়র আইনজীবী, গর্ভমেন্ট প্লিডার (জিপি) অ্যাডভোকেট মোঃ শফিকুল ইসলাম টুকু বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ বার কাউন্সিল এর গ্রুপ ‘জি’ (বৃহত্তর দিনাজপুর, রংপুর, বগুড়া ও পাবনা জেলার সব আইনজীবী সমিতি) থেকে তিনি নির্বাচিত হন। ২০২২ সালের ২৫ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি গ্রুপ ‘জি’ এর নীল প্যানেলের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় হয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য পদ শূণ্য হয়। এ ব্যাপারে ২৯ নভেম্বর বার কাউন্সিলে অনুষ্ঠিত সভায় বার কাউন্সিলের অনুচ্ছেদ ১২(ক) বিধিমতে ‘জি’ গ্রুপে অ্যাডভোকেট মোঃ শফিকুল ইসলাম টুকুকে নির্বাচিত ঘোষনা করা হয়।

অ্যাডভোকেট মোঃ শফিকুল ইসলাম টুকু বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বাসিন্দা। ইতোপূর্বে বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনে তিনি সভাপতি, সহ সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা, শিবগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি, জিয়া পরিষদ বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এবং জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারী জেনারেল এর দায়িত্ব পালন করেছেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ