ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে সরাসরি কৃষকদের কাছ থেকে অ্যাপসের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে বোরো ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। ঝালকাঠি খাদ্য বিভাগ এ কার্যক্রম শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার (১২ মে) দুপুরে জেলা প্রশাসক মো. জোহর আলী এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, জেল খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত ) মো. নাজমুল হোসাইন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুলতানা আফরোজ উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য বিভাগ সূত্রে জানাগেছে, এ বছর প্রতি কেজি ধান ২৭ টাকা ও প্রতি কেজি চাল ৪০ টাকা দরে কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে। জেলায় এক হাজার ৭৫ মেট্রিক টন ধান ও এক হাজার ৬৫৭ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।
চলতি বছরের ৩১ আগষ্ট পর্যন্ত ধান-চাল সংগ্রহ কার্যক্রম চলবে। কৃষক মো. আলম তালুকদার বলেন, ‘অ্যাপসের মাধ্যমে আমার কাছ থেকে ২৭ টাকা কেজি দরে মোট তিন টন ধান সরকার ক্রয় করেছে। এতে আমার অনেক ভাল লাগছে। জেলার সব কৃষক যদি এমন সুযোগ পেত তাহলে অনেক ভালো হত।’ জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, ‘কৃষক যাতে সরাসরি ধানের ন্যায্যমূল্য পায় সরকার তাই অ্যাপসের মাধ্যমে কৃষকদের বাছাই করে ধান সংগ্রহ করছে। এর ফলে কৃষকরা কোনো ঝামেলা ছাড়াই ধান চাল বিক্রি করতে পারবেন। আমাদের যে লক্ষ্য আছে সেটা আমরা সফলভাবে সম্পন্ন করবো।’