আগামী সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি অংশ। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের মাটিতেই আয়োজন করার ব্যাপারে এখনও আশাবাদী বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বিশ্বকাপ নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হতে পারে মঙ্গলবারের আইসিসির সভায়। এ প্রসঙ্গে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা বলেছেন, ‘বিষয়টি এখনো আলোচনাধীন। আমাদের প্রথম পছন্দ ভারত। এ কারণে আইসিসির কাছ থেকে আরেকটু সময় চেয়ে নিচ্ছি, এক মাসের মতো, যাতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যায়।’
আইপিএলের বাকি অংশ আরব আমিরাতে নিয়ে যেতে সম্মত হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চাইছে না বিসিসিআই। বিশ্বকাপের যেহেতু চারমাস বাকি তাই আশা হারাচ্ছে না সৌরভ গাঙ্গুলির বোর্ড।
ভারতের করোনা পরিস্থিতি এখন কিছুটা উন্নতির দিকে। তাই জুন বা জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে ভারতের করোনা পরস্থিতি স্বাভাবিক হলে বিশ্বকাপ ভারতেই আয়োজনের সিদ্ধান্ত নিতে পারে আইসিসি। না হলে সরিয়ে নেয়া হবে সংযুক্ত আরব আমিরাতে।