আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মসজিদ মাদ্রাসার জমি দখলের অভিযোগ, রাস্তায় নামাজ আদায়

মোঃ মহিউদ্দীন, ঝিনাইদহ প্রতিনিধি:

 

ঝিনাইদহ পৌরসভার আদর্শপাড়া কচাতলা মোড় জামে মসজিদ ও নুরানী মাদ্রাসার জমি দখলের অভিযোগ উঠেছে হায়দার আলী নামে এক আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত হায়দার পৌর শহরের আদর্শপাড়া কচাতলা এলাকার বাসিন্দা। এ ঘটনায় মসজিদ কমিটির নেতৃবৃন্দ জমি দখলমুক্ত করার জন্য জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দূর্ণীতি দমন কমিশন, সিপিসি র‌্যাব-৬ এবং ঝিনাইদহ থানায় পৃথক পৃথক ভাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, অত্র এলাকার বাসিন্দা আলহাজ্ব মোঃ আফছার উদ্দিন মসজিদ ও মাদ্রাসার জন্য ২৩ শতক জমি দান করেন এবং সেই জমিতে কোমলমতি শিশুদের দ্বীনি শিক্ষাদানের জন্য মসজিদ ও একটি নূরানী মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। মসজিদ প্রতিষ্ঠার পর থেকেই মুসল্লিরা নিয়মিত নামাজ আদায় ও নুরানি মাদ্রাসায় শিশুরা কোরআন ও হাদিস শিক্ষা নিয়ে দ্বীনদার হিসেবে জীবন গঠনে উদ্বুদ্ধ হচ্ছে।  অভিযোগ রয়েছে ওই এলাকার চিহ্নিত সন্ত্রাসী হায়দার ওরফে কাঙ্গালি হায়দার দীর্ঘদিন যাবত ক্ষমতার দাপট দেখিয়ে জাল দলিল তৈরী করে মসজিদ মাদ্রাসার সিংহভাগ জমি দখল করে গ্যারেজ নির্মাণসহ অন্যান্য ব্যবসা পরিচালনা করে আসছে। এদিকে জমির দখল বুঝে নেয়ার জন্য একাধিকবার উদ্যোগ নেয়া হলেও কোনো সুফল পায়নি এলাকাবাসী ও মসজিদ কমিটি। জমির দখল বুঝে নিতে গেলেই নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হয় মসজিদ কমিটি ও এলাকাবাসীকে। বিভিন্ন তালবাহানায় হুমকি, অশালীন আচরণ ও অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ ওই আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে।

 

এদিকে গত ৫ আগষ্ট আওয়ামী সরকার পতনের পর হায়দার আত্নগোপনে চলে যায়। আত্নগোপনে থাকাবস্থায় সে জমি নিজের দখলে রাখতে আদালতে মামলা করে। পরে আদালত ওই মসজিদ ও মাদ্রাসার ওপর জারি করেছে ১৪৪ ধারা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। যে কারণে মুসল্লীরা প্রতিবাদ জানিয়ে রাস্তায় জুম্মার নামাজ আদায় করেছে। এলাকাবাসী জানায়, উক্ত জমি দখলের ফলে মাদ্রাসার কার্যক্রম বাধাগ্রস্থ হচ্ছে। বিশেষ করে বাচ্চারা টয়লেট, ওজুখানার অভাবে জরুরী সেবা ও পাক থাকতে হিমশিম খেতে হচ্ছে। অত্র জমি দখলমুক্ত করা না হলে ভূমিদস্যু, আওয়ামী চরমপন্থী সন্ত্রাসী কাঙ্গালী হায়দার অচিরেই মসজিদ ও মাদরাসার সম্পূর্ণ জমিই দখল করে নিবে।

 

এ বিষয়ে অভিযুক্ত হায়দার আলীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। ভূমিদস্যু, আওয়ামী চরমপন্থী সন্ত্রাসী হায়দারের কাছ থেকে আল্লাহর ঘর মসজিদ ও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা দখলমুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *