শাহীন মুন্সী, গোপালগঞ্জ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আওয়ামী-লীগ নেতা ও সদ্যসাবেক জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টুর নিকট স্ত্রীর পুর্ণমর্যাদা পেতে প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছে শীলা হালদার (২৮) নামে এক কলেজ শিক্ষার্থী। প্রধানমন্ত্রীর কাছে আবেদনে উল্লেখ করে শিলা হালদার বলেন, আমার বর্তমান ঠিকানা মিরপুরের পাইকপাড়া। আমার বাসায় বসে হিন্দু ধর্মীয় মতে ভগবান শ্রীকৃষ্ণকে স্বাক্ষী রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দেবগ্রামের মৃত পূর্ণচন্দ্র বসুর ছেলে সাবেক গোপালগঞ্জ জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আমাকে বিবাহ করার সময় তার প্রথম স্ত্রী ও পুত্র কণ্যার কথা গোপন রেখে আমাকে বিবাহ করে এবং স্বামী – স্ত্রী হিসেবে ৪ বছরের অধিক সময় একত্রে বসবাস করে আসছি।
বিয়ের কিছু দিন পরে জানতে পারি যে, তার স্ত্রী, পুত্র ও কন্যা সন্তান রয়েছে। বিষয়টি জেনে আমি বিষ্মিত হই এবং কান্নায় ভেঙ্গে পড়ি। তখন তাকে জিজ্ঞেস করলে আমার কাছে সে ক্ষমা চেয়ে হাত ধরে কান্নাকাটি করলে আমি তাকে ক্ষমা করে দেই। এর পরেও তার সাথে আমার সম্পর্কের কোন ফাটল ধরেনি। এরমধ্যে আমি দুইবার করে মা হওয়ার উপক্রম হই, কিন্তু সে দুইবারই আমার পেটের বাচ্চা নষ্ট করে ফেলে এবং আমি বাচ্চা নিতে চাইলে সে অনিহা প্রকাশ করে বাসা ভাড়া ও টেলিফোন বন্ধ করে দিয়ে আমার সঙ্গে যোগাযোগ কমিয়ে দেয়। শিলা হালদার আবেদনে আরো উল্লেখ করে বলেন, দেবদুলাল বসু পল্টু মাসে ২০/২৫ দিন আমার কাছে থাকতো, সকাল দুপুর বিকাল একসঙ্গে খেতাম। বিভিন্ন জায়গায় আমাকে বেড়াতে নিয়ে যেতো। এভাবে আমার সাথে ৪ বছরের অধিক সময় ঘর সংসার করেছে। একপর্যায়ে গত ১৭ ই মার্চ সে তার নিজ বাড়িতে আছে এমন খবর জানতে পেরে আমি নিরুপায় হয়ে তার গ্রামের বাড়ি কোটালীপাড়া উপজেলার দেবগ্রামে যাই। এসময় দেবদুলাল বসু পল্টু তার স্ত্রী এবং তার ভাইয়ের ছেলেরা আমার উপর লাঠি দিয়ে প্রচন্ড আঘাত করে কিল-ঘুষি মেরে আমার কপালের সিদুঁর মুছে ফেলে এবং হাতের শাখা ভেঙ্গে ফেলে, ভ্যানিটি ব্যাগ ও স্বর্ণ অলংকার সহ মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনার সময় এলাকার অর্ধশত লোক উপস্থিত ছিলো।
এ ঘটনার পর থেকে তার প্রথম স্ত্রী এবং তার ভাইয়ের ছেলেরা বিভিন্ন মাধ্যমে আমাকে প্রান নাশের হুমকি দিয়ে আসছে। এ অবস্থায় আমি নিরুপায় হয়ে গত ৮ এপ্রিল মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করি যার নম্বর ৫৭৬। আবেদনে সর্বশেষে শিলা হালদার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার- মা জননেত্রী শেখ হাসিনার কাছে বিনীত প্রার্থনা আমি যাহাতে স্ত্রীর পুর্ণমর্যাদা নিয়ে দেবদুলাল বসু পল্টুর সাথে সংসার করতে পারি তাহার প্রয়োজনীয় ব্যবস্থা করতে সদয় আজ্ঞা হন। শিলা হালদার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে করা আবেদন সচিব মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় তেজগাঁও ঢাকা, মহাপরিচালক ডিজিএফআই ক্যান্টনমেন্ট ঢাকা, মহাপরিচালক এনএসআই ১/ সেগুনবাগিচা ঢাকা ও ডিসি গোপালগঞ্জ জেলা কার্যালয়ে অনুলিপি প্রদান করেন।
শিলা হালদার ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের সাবেক ইউপি সদস্য চিত্তরঞ্জন হালদারের মেয়ে। বর্তমানে ঢাকার মিরপুরের পাইকপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছে। এ বিষয়ে দেবদুলাল বসু পল্টুর বলেন, এ ধরনের কোন ঘটনা আমার সাথে ঘটেনি। ঐ মেয়েকে আমি সার্বিক ভাবে সহযোগিতা করেছি, সে হঠাৎ করে আমায় নিজের স্বামী দাবি করছে। আমাকে রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে আমার প্রতিপক্ষরা তাকে ব্যবহার করছে। এ ঘটনায় মিরপুর মডেল থানার এস আই শাহিন আলম এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ের একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।