সোহেল আহাদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে এসেছেন বাংলাদেশে নিযুক্ত পর্তুগালের অনাবাসিক রাষ্ট্রদূত H,E, Mr Carlra Marqu মঙ্গলবার (১৭আগস্ট) সকাল ১০টায় আখাউড়া স্থলবন্দর দিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন।
বাংলাদেশে প্রবেশকালে দু দেশের সীমান্ত রেখায়ে পর্তুগালের রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার। এসময় আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ প্রমূখ উপস্থিত ছিলেন। পর্তুগালের রাষ্ট্রদূত আগামী (১৯আগস্ট) ঢাকা থেকে সড়ককপথে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার কথা রয়েছে।