নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল শুক্রবার ১৩ জানুয়ারি ২০২৩ মঠবাড়ীয়া কল্যাণ সমিতি ঢাকা এর ১৬তম কার্যনির্বাহী কমিটির ২০২২ সালের বার্ষিক বনভোজন ও সাধারণ সভা অনুষ্ঠিত হবে। কেরানীগঞ্জের শ্যামল বাংলা রিসোর্ট ও কনভেনশন সেন্টার, ঘুটিয়া। এ উপলক্ষে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মো.আইয়ূব আলী সকল সদস্যকে যথাসময় নির্ধারিত স্থানে স্ব-পরিবার নিয়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন।
১৩ জানুয়ারি ২০২৩ শুক্রবার সকাল ১০টায় সমিতির সভাপতি ও সাবেক সচিব মো. গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্ত্বে অনুষ্ঠান শুরু হবে। বনভোজনের কার্যক্রম বাস্তবায়নের জন্য উপকমিটি গঠন করা হয়েছে যার আহবায়ক হলেন এডিশনাল ডিআইজি মোঃ জাহাঙ্গীর হোসেন মাতুব্বর এবং সদস্য সচিব জুনায়েদ আবু ইয়াসীর। বনভোজনের উদ্দ্যেশে সকাল ৭টায় মানিক মিয়া এভিনিউর রাজধানী হাই স্কুলের সামনে থেকে বাস ছাড়া হবে।
এছাড়া সকাল ৭.১৫ মিনিটে মিরপুর-১০ বিআরটিএ অফিসের সামনে, সবুজবাগ থানার সামনে, উত্তরা রাজলক্ষী মার্কেট এর সামনে থেকে বাস পিকনিক স্পটের উদ্দেশে ছেড়ে যাবে। পিকনিক স্পটে বিভিন্ন খেলাধুলা,সাংস্কৃতিক অনুষ্ঠান,র্যাফেল ড্র সহ নানান রকমের বিনোদন মূলক অনুষ্ঠানের আয়োজন থাকবে।