আগিউনে ফখরুল হত্যা মামলার প্রধান আসামী রায়হান গ্রেফতার

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মশাহিদ আহমদ, মৌলভীবাজার :

মৌলভীবাজার ৪নং আপার কাগাবলা ইউনিয়নের আগিউন গ্রামে ছিটকি জাল পাতানো-কে কেন্দ্র করে ফখরুল ইসলাম (৩৫)-কে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামী রায়হান মিয়া (২০)-কে  অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে র‌্যাব-৯, সিপিসি-২,মৌলভীবাজার এর একটি আভিযানিক দল। তিনি আগিউন গ্রামের গোলাপ মিয়ার পুত্র। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে গত ৩ ফেব্রুয়ারী রাত ২ ঘটিকার দিকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানাধীন খনকিনি পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হলে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়।

জানা গেছে, গত ১৩ অক্টোবর বিকালে গোলাপ মিয়ার নেতৃত্বে ফখরুল ইসলামকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।  মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ঘটনাস্থলে উত্তেজিত স্থানীয় জনতা সুমনা বেগম-নামীয় এক নারীকে পুলিশের কাছে তুলে দেন। এ ঘটনায় নিহত ফখরুল এর বড় ভাই মো: টিটু মিয়া বাদী হয়ে রায়হান মিয়া (২০), মতিউর রহমান (২০), গোলাপ মিয়া (৬০), আলফু মিয়া (৬৩), মখলু মিয়া (৩৩), আকবর মিয়া (৫৫), সুমনা বেগম (২৩), আলা মিয়া (৬৫),সহ অজ্ঞাতনামা ২/৩জন-কে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় মামলা (নং- ২১/৩১১, তারিখ : ১৪/১০/২০২৪ইং) দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে মামলার বাদীসহ পরিবারের লোকজন অভিযোগ করে বলেন- মামলার আসামীসহ তাদের ঘনিষ্টজন তাদেরকে হুমকি দিচ্ছে। আসামী পক্ষের লোকজন তাদের গৃহপালিত গরু অন্যত্র সরিয়ে নিয়ে গরু চুরি, ভাংচুর ও লুটপাট এর মিথ্যা নাটক সাজিয়ে একাধিক মামলা দিয়ে হয়রানী করছে।

 

 

Advertisement
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement
Advertisement