আল-আমিন, ফুলবাড়ীয়া, ময়মনসিংহ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ১৩ টি ইউনিয়নে আজ বৃহস্পতিবার ইউপি নির্বাচন। নির্বাচনকে ঘিরে ভোটারদের মঝে আনন্দের পাশা-পাশি রয়েছে সহিংসতার আতংক। এবার ১৩ টি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর মধ্যে ১০ টি ইউনিয়নেই রয়েছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। ১৩ টি ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন ১৬ জন। জনশ্রæতি রয়েছে দ্বিতীয় ধাপের এ ইউপি নির্বাচনে ভোট যুদ্ধে লড়াই হবে আওয়ামীলীগের ঘরে। উপজেলায় চেয়ারম্যান,সংরক্ষিত মহিলা সদস্য ও সাধরন সদস্য পদে লড়ছেন ৭৪৩ জন প্রার্থী। চেয়ারম্যান পদে ৭৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬৯ জন ও সাধারন সদস্য পদে ৪৯৯ জন প্রতিদ্ব›িদ্বতা করছেন। ১২৯ টি ভোট কেন্দ্রে সকাল ৮ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, নির্বাচনের দায়িত্বে ১৩ জন ম্যাজিস্ট্রেট, বিজিবি,র্যাবসহ ভোট কেন্দ্র নিরাপত্তায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী থাকবে। নাওগাঁও, পুটিজানা, কুশমাইল দেওখোলা, ফুলবাড়ীয়া, বাকতা, রাঙ্গামাটিয়া, কালাদহ ও ভবানীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আ’লীগের দলীয় মনোনিত প্রার্থীর চেয়ে বিদ্রোহী প্রার্থীরা শক্তিশালি অবস্থানে। ভোটের মাঠে আওয়ামীলীগের দলীয় প্রার্থীদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে বিদ্রোহীরা। দলীয় প্রার্থীর বিরুদ্ধে সুক্ষভাবে বিরোধীতা করছেন ইউনিয়ন আওয়ামীলীগের অনেক প্রভাবশালী নেতা। তাঁরা বিদ্রোহী প্রার্থীদের পক্ষে অবস্থান নেয়ায় অনেকটা কোনঠাসা অবস্থানে রয়েছে নৌকার মাঝিরা। স্থানীয় একাধিক আওয়ামীলীগের নেতা বলেন, ভোটের মাঠে ঘরে লড়াই হলেও, শেষ পর্যন্ত জিতবে নৌকার প্রতীকের প্রার্থীরা। ১ নং নাওগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়াই হবে আওয়ামীলীগ নেতা বর্তমান চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক (নৌকা) সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মো. মোজাম্মেল হোসেন (আনারস)। ২ নং পুটিজানা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মো. ময়েজ উদ্দিন তরফদার (নৌকা), সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আলীম আব্দুল্লাহ (মোটরসাইকেল)। ৩ নং কুশমাইল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মো. শামছুল হক (নৌকা), ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুল বাতেন পুলু (চশমা), ৫ নং সাবেক চেয়ারম্যান স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. তাজুল ইসলাম বাবলু (নৌকা), উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদিন (চশমা)। ৬নং ফুলবাড়ীয়া ইউনিয়নে সাবেক উপজেলা যুবলীগের সভাপতি মো. রুহুল আমীন (নৌকা),কৃষকলীগ নেতা বর্তমান চেয়ারম্যান জয়নাল আবেদিন বাদল (চশমা)। ৭ নং বাকতা আওয়ামীলীগ নেতা মো. নাজমুল হক সোহেল (নৌকা), কৃষক লীগ নেতা মো. জাহাঙ্গীর আলম আকন্দ (আনারস) । ৮ নং রাঙ্গামাটিয়া ইউনিয়নে আওয়ামীলীগ নেতা মির্জা মো. কামরুজ্জামান (নৌকা), সাবেক ইউনিয়নে ছাত্রলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম চৌধুরী (চশমা), আওয়ামীলগ নেতা শাহজাহান সিরাজ সাজু (মোটরসাইকেল)। ১০ নং কালাদহ ইউনিয়নে আওয়ামীলীগ নেতা মো. ইমান আলী মাস্টার (নৌকা), আওয়ামীলীগ নেতা মো. নজরুল ইসলাম মাস্টার (আনারস)। ১৩ নং ভবানীপুর ইউনিয়নে মো. জবান আলী সরকার (নৌকা), আওয়ামীলীগ নেতা ডা. কামরুজ্জামান (আনরাস) প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়াই করছেন। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল মালেক সরকার বলেন, বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে দলীয় ভাবে সিদ্ধান্ত হবে। প্রত্যেকটি ইউনিয়নের আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী জয়লাভ করবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহা. মোস্তফা কামাল বলেন, নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, নির্বাচনের পরিবেশ সুষ্ঠ রয়েছে,ভোটের দিন পর্যাপ্ত আইনশৃঙ্খলাবাহিনী থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল সিদ্দিক বলেন, ভোট কেন্দ্রে কোন প্রার্থী বা তাঁর কর্মীরা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তারা ছাড় পাবেনা। ময়মনসিংহ পুলিশ সুপার মোহা. আহ্মার উজ্জামান বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলাবাহিনী সার্বক্ষণিক মাঠে কাজ করবে।