স্টাফ রিপোর্টার :
গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে নূর হোসেন একটি অবিস্মরণীয় নাম। ১৯৮৭ সালের ১০ই নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনের এক লড়াকু সৈনিক হিসেবে তিনি রাজপথে নেমে এসেছিলেন বুকে পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক স্বৈরাচার নিপাত যাক ‘স্লোগান লিখেছিলেন।গণতন্ত্রের দাবিতে সোচ্চার এই যুবকের কন্ঠকে দগ্ধ করে দিয়েছিল স্বৈরাচারের বন্দুক।স্বৈরাচারের বুলেট বুকে বরণ করে নিয়েছিল শহীদ নূর হোসেন।
ঢাকার নারিন্দায় এক অটো রিক্সাচালকের ঘরে জন্ম নিয়েছিলেন নূর হোসেন। অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া শেষে নূর হোসেন গাড়ি চালানোর প্রশিক্ষণ নেন। জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ এর স্বৈরশাসন বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, তখন ১৯৮৭ সালের এই দিনে নূর হোসেন বুকে ওপিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক ‘স্লোগান লিখে রাজপথে বের হয়েছিলেন। সেদিন পল্টন এলাকার ‘জিরো পয়েন্ট ‘ অতিক্রম করার সময় পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছুঁড়ে মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেয়। তখন নূর হোসেন সহ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। ১০ই নভেম্বর এই দিনটিকে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ শ্রদ্ধার সাথে শহীদ হোসেন দিবস পালন করে আসছেন।