নিউজ ডেস্ক :
গল্পটা দুইজন বন্ধুর। আনিকা ও রাফি ভালো বন্ধু। তাদের বেড়ে ওঠা একসঙ্গেই। শুধুই তাদের বন্ধুত্বের সম্পর্ক। তবে রাফিকে ছাড়া একপ্রকার অচল আনিকা। উঠতে বসতে সারাক্ষণ তার দরকার রাফিকে। সকাল, সন্ধ্যা-রাত নেই রাফিকে দৌড়ের উপর রাখে আনিকা। আনিকার যেকোনো সমস্যা মানে রাফিকে দরকার।
বন্ধু হলেও রাফির সঙ্গে জড়িয়ে আনিকা! যদিও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক নেই। শুধুই বন্ধুত্ব। এককথায় আনিকার লাইফের ‘হেল্প লাইন’ কিংবা ‘সাপোর্ট সেন্টার’ রাফি। তবে অদূর ভবিষ্যতে তাদের সম্পর্ক কোনদিকে রূপ নেয়? জানতে হলে দেখতে হবে নাটকটি।
এমনই গল্পে সম্প্রতি নির্মিত হয়েছে একক নাটক ‘জাস্টফ্রেন্ড যখন বয়ফ্রেন্ড’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন এ সময়ের অভিনয়শিল্পী আদর আহমেদ ও নাজিয়া বর্ষা। আদর সোহাগের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আতিফ আসলাম বাবলু। আরো অভিনয় করেছেন জেরি জিনিয়াস, সায়েম শাহরিয়ার, শাকিলা জাহান সাদিয়া, হাবিব সানি প্রমুখ।
নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে। এরপর ইউটিউবে মুক্তি পাবে।