নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের নবাবগঞ্জে আবু তাহের(৫০) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল রবিবার দুপুরে সে তার নিজ ঘরের তীরের সাথে ওড়না লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সে উপজেলার বিনোদনগর ইউনিয়নের কৃঞ্চপুর গ্রামের মৃত তৈয়ব উদ্দীনের ছেলে। তার আত্মহত্যার বিষয়টি বিনোদগর ইউ,পি চেয়ারম্যান মো. মনোয়ার হোসেন নিশ্চিত করেছেন। নবাবগঞ্জ থানার এস আই বদিউজ্জামান জানান তিনি ঘটনাস্থলে রয়েছেন এবং এ বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চালাচ্ছেন।