মাহফিজুল ইসলাম রিপন
পৈত্রিক ভোগ দখলীয় সম্পত্তিকে কেন্দ্র করে হামলা মামলার ঘটনা ঘটেছে দিনাজপুরের পাবর্তীপুর শহরের অদুরে ল্যাম্প হাসপাতালের পিছনে মুদিপাড়া গ্রামে। জানা গেছে, ঐ গ্রামের মৃত আঃ সোবহান এর পুত্র নেছার আলী (৬১), এবং নেছার আলীর পুত্র ইমরান ও রাজা মিয়া গং পুর্ব শত্রুতার জের ধরে সুকৌশলে মৃত ছালামত হোসেনের পুত্র এরশাদ হোসেনের পৈত্রিক ভোগ দখলীয় ১ একর ৪০ শতক সম্পত্তি গোপনে অন্যত্র বিক্রি করে দিলে তা ফাঁস হয়ে যায়।
এ ব্যাপারে উক্ত সম্পত্তি উদ্ধারের জন্য এরশাদ বাদী হয়ে দিনাজপুর সহকারী জজ আদালতে ১২৮/১৯ বাটো মামলা দায়ের করেন। মামলাটি বিচারাধীন রয়েছে। উক্ত সম্পত্তি কারো কাছে বিক্রি বা হস্তান্তর করতে না পারেন এ ব্যাপারে গত২৩/১১/২০ ইং স্থিতিবস্থা বজায় রাখার নিদের্শ প্রধান আদালত। তার পরও খান্ত হননি নেছার আলী। তিনি আবার সুকৌশলে গত ১৩/৫/২২ ইং তারিখে বিকাল ৩ টার দিকে ভেকু নিয়ে এসে রবি টাওয়ার তৈরীর জন্য মাটি খনন করলে এরশাদ হোসেন বাধা দেয়।
এক পযার্য়ে নেছার আলীর লোকজন মারমুখী হযে গালিগালাজ করে এবং প্রানে মেরে ফেলার হুমকি দেয়। এ ব্যাপারে গত ১৫/৫/২২ ইং তারিখে পাবতীপুর মডেল থানায় জিডি করা হয়েছে। জিডি নং ৭০০। থানায় জিডির খবর পাওযা মাত্র নেছার আলীর ছেলেরা আবার ঐ দিনে দুপুরে হামলা চালিয়ে নগত অর্থ ও মোবাইল ছিনিযে নেয়। এ ঘটনাটি নিযে এরশাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।