নিজস্ব প্রতিবেদক:
আপনাদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে বলে জানান মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী শম রেজাউল করিম এমপি গতকাল প্রাণিসম্পদ অধিদপ্তরের সম্মেলনকক্ষে বাংলাদেশ এ্যানিমেল হাজবেন্ড্রী এাসোসিয়েশন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
তিনি বলেন নিজেদের মধ্যে ভেদাভেদ ও রেষারেষি ভুলে একসাথে কাজ করতে হবে। আর প্রকল্প পরিচালকরাও যেন নিষ্ঠার সাথে কাজ করে এ বিষয়ে নির্দেশনা দেন। এছাড়া অন্যান্য বক্তারা মন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন এবার দুধ ডিম মাংস বিক্রির অপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রী এই মন্ত্রণালয়ের প্রশংসা করেন ।
এছাড়াও আরও যারা বক্তৃতা রাখেন তারা হলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার সাবেক সচিব জাকির হোসেন ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় অতিরিক্ত সচিব এস এম ফেরদৌস আলম ও সাবেক মহাপরিচালক গণ,এবং অ্যাসিয়েশনের কর্মকর্তাগণ।