অনলাইন ডেস্ক: মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে মালয়েশিয়ায়। আগামী ১ থেকে ১৪ জুন পর্যন্ত দেশব্যাপী লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সময় প্রয়োজনীয় অর্থনৈতিক ও পরিষেবা খাত বাদে সমস্ত সেক্টরকে কাজ করার অনুমতি দেয়া হবে না। শুক্রবার (২৮ মে) সন্ধ্যায় দেশটির পুত্রাজায়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়।
মালয়েশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণহানি হয়েছে ৬১ জনের। এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন ২ হাজার ৫৫২ জন। এদিকে একদিনে রেকর্ড করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে দেশটিতে। গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ২৯০ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৪৯ হাজার ৫১৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ১৩৯ জন।
একের পর এক বিধিনিষেধ জারির পরও সংক্রমণ রোধ হচ্ছে না। দেশটির সরকার মনে করে মানুষের চলাচলকে নিয়ন্ত্রণ ছাড়া কোনভাবেই করোনা মোকাবেলা সম্ভব নয়। আর সে কারণেই সম্পূর্ণ লকডাউনের এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে গত ১২ মে থেকে ৭ জুন পর্যন্ত দেশব্যাপী মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও) ঘোষণা করা হয়।