আমতলী, বরগুনা প্রতিনিধি
বরগুনার আমতলীতে কাপড়ের দোকানসহ মোট ৩ টি দোকান পুরে ছাই হয়ে গেছে। উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গুলিশাখালি বাজারে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে আনুমানিক প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছন ভুক্তভোগী দোকান মালিকরা।
জানা গেছে, ৭ মে রোববার রাত আনুমানিক সোয়া ১১ টায় গুলিশাখালি বাজারের শাহিনের দোকানে বৈদ্যুতিক সর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন পাশের ইউনুস খলিফার দোকানে ছড়িয়ে পরে। খবর পেয়ে আমতলী উপজেলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দোকান মালিক শাহিন খান জানান, আগুনে আমার ৮০ হাজার টাকা ও পেট্রোল, মবিল সহ প্রায় ১২ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। কাপড়ের দোকান মালিক মো. ইউনুস খলিফা বলেন, আমার ১২ লক্ষ টাকার কাপড়ের মালামাল পুড়ে শেষ হয়ে গেছে। আমি এখন কি করমু ? কি খামু ? অপর দোকানদার মো. জয়নাল হাজী বলেন, আমি নিঃস্ব হয়ে গেছি, আমার সব পুড়ে গেছে। আমার ১০ লক্ষ টাকার প্লাস্টিক ও কাচের মালামাল পুড়ে গেছে।
আমতলী উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মো. শাহাদৎ হোসেন জানান, শাহিন এর দোকানে বৈদ্যুতিক সর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পাশের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। ১ ঘন্টারও বেশি সময় ধরে চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।