শাহ্ মুহাম্মদ সুমন রশিদ, আমতলী, বরগুনা
বরগুনার আমতলীতে স্বামীর বিরুদ্ধে মামলা করে প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন স্ত্রী মমতাজ আক্তার লিমা। স্বামীর অব্যাহত জীবন নাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। ঘটনাটি ঘটেছে আমতলী পৌর শহরের ফায়ার সার্ভিস এলাকায়। ভূক্তভোগীর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২৩ ফেব্রæয়ারী পার্শ্ববর্তী পটুয়াখালী জেলার শারিখখালী গ্রামের আব্দুল গনি হাওলাদারের কন্যা মমতাজ আক্তার লিমার সাথে আমতলী উপজেলার বাজারখালী গ্রামের মৃত্যু আব্দুর রশিদ হাওলাদারের পুত্র সাইদুর রহমান মাসুদের পারিবারিকভাবে বিয়ে হয়।
বিয়ের সময় মাসুদ দক্ষিণ কোরিয়া যাওয়ার কথা বলে কনে পক্ষের কাছ থেকে ১৫ লক্ষ টাকা যৌতুক নেয়। দক্ষিণ কোরিয়া যাওয়ার পর পুনঃরায় মোবাইল ফোনে কনে পক্ষের কাছে ৫ লক্ষ টাকা যৌতুক দাবী করেন। কিন্তু এতো টাকা যৌতুক দিতে স্ত্রী লিমার পরিবার অস্বীকার করায় গত ৩ বছর স্ত্রীর সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন। কোন আপায় উপায় না পেয়ে স্ত্রী মমতাজ আক্তার লিমা ২০১৯ সালের ১৩ অক্টোবর পটুয়াখালী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্বামী সাইদুর রহমান মাসুদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। চলতি বছরের ২১ মে স্বামী সাইদুর রহমাস মাসুদ বাংলাদেশে আসে। গত ৫ সেপ্টেম্বর স্ত্রীর মমতাজ আক্তার লিমার সাথে ঘর সংসার করবে বলে আদালতে অঙ্গিকার দিয়ে স্ত্রীর করা মামলায় জামিন নেয়। আদালত থেকে ওই মামলায় জামিন নিয়েই স্ত্রী লিমাকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ দিতে থাকেন। মামলা তুলে না নিলে স্ত্রী লিমাকে এসিড মেরে জলসে দেয়া ও পিস্তল দিয়ে গুলি করে হত্যার হুমকি দেন বলে আজ (রবিবার) সকালে আমতলী আমতলী সাংবাদিক ক্রঅবে এসে এক লিখিত অভিযোগে স্ত্রী লিমা জানান।
অপরদিকে বিয়ের পর স্ত্রী লিমার বাবা আব্দুল গনি হাওলাদার মেয়ের জন্য আমতলী পৌরসভার ফায়ার সার্ভিস এলাকায় ৮ শতাংশ জমি ক্রয়ের জন্য ১২ লক্ষ দেন। ওই টাকা নিয়ে স্বামী সাইদুর রহমান স্ত্রীর সাথে প্রতারনা করে গোপনে তার নামে ৪ শতাংশ জমি রেজিস্ট্রি করে নেয়। এমনকি মেয়ের সুখের জন্য ওই জমিতে পিতা আব্দুল গনি হাওলাদার একটি বসতঘর পর্যন্ত নির্মাণ করে দিয়েছেন। গত চার বছর ধরে ওই বাড়ী তালাবদ্ধ। কেহ ওই বাড়ীতে বসবাস করেন না। কিন্তু গত ৯ সেপ্টেম্বর ওই বাড়ীর মালামাল স্ত্রী লিমা ও তার আত্মীয়-স্বজনরা চুরি করেছে বলে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বামী সাইদুর রহমান বাদী হয়ে স্ত্রী লিমার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। ফায়ার সার্ভিস এলাকার বাসিন্ধা ও বসত বাড়ীর প্রতিবেশী মাহিনুর ও মনু মিয়া মুঠোফোনে বলেন, গত ৪ বছর ধরে ওই বসত বাড়ীটি তালাবন্ধ অবস্থায় আছে। আমাদের জানামতে কেহ ওই বাড়ীতে বসবাস করেন না।
স্ত্রী মমতাজ আক্তার লিমা বলেন, স্বামী সাইদুর রহমান মাসুদ আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানী করছে। মামলা তুলে না নিলে আমাকে এসিড মেরে ঝলসে দেয়া এবং পিস্তল দিয়ে গুলি করে হত্যার হুমকি দিচ্ছে। তার ভয়ে তিনি পালিয়ে বেড়াচ্ছেন বলেও অভিযোগ করেন। এ বিষয়ে স্বামী সাইদুর রহমান মাসুদের কাছে মুঠোফোনে জানতে চাইলে সাংবাদিক পরিচয় জানার পর তিনি এ বিষয় কোন কথা বলবেন না বলে ফোন কেঁটে দেন। আমতলী থানার পরিদর্শক (ওসি) মোঃ শাহ আলম হাওলাদার বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।