আমতলী, বরগুনা প্রতিনিধি
আমতলী উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে রবিবার সকাল ১১ টায় ৭টি ইউনিয়নের ৬২ জন কৃষকের মাঝে ১৪ কোটি ৭৪ লক্ষ টাকা মূল্যের ৬২টি বীজ বপন যন্ত্র কাম পাওয়ার টিলার বিতরন করা হয়। কৃষি উৎপাদন বাড়াতে সরকার ১লক্ষ ৪০ হাজার টাকা ভর্তুকি মূল্যে এসকল বীজ বপন যন্ত্র বিতরন করেন।
উপজেলা পরিষদ চত্তরে বীজ বপন যন্ত্র বিতরন কালে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আবদুল্লাহ বিন রশিদ ও আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম।