গাজী আবুল কালাম, ইন্দুরকানী, পিরোজপুর :
জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন আমরা স্বধীনতা পেয়েছি বলেই জনগনের উন্নয়ন ত্বরানিত হয়েছে স্কুল, কলেজ, রাস্তা, ঘাটা বিদ্যুত ব্যবস্থা, স্বাস্থ্যকেন্দ্র সহ নানা রকম অবকাঠাম গড়ে উঠেছে। মানুষের জীবনের সকল ক্ষেত্রে চোখে পড়ার মত উন্নয়ন হয়েছে। এর পাশা পাশি এই পরিবর্তনকে সুসংহত ও অর্থবহ করে তুলতে গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখতে ভোটের ব্যাবস্থা অব্যাহত রাখতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় ইন্দুরকানী উপজেলার পত্তাশী জনকল্যান স্কুল এন্ড কলেজ মাঠে স্থানিয় জনসাধারণের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।তিনি আরও বলেন মানুষ বলেন জন প্রতিনিধিরা সরকারি সম্পদ কাজ নাকরে আত্মসাধকরে এথা ঢালাওভাবে বলাঠিক নয়। দেশে স্বধীন হয়েছে ৫০ বছর হল দেশে দৃশ্যমান উন্নতি হয়েছে।তা আমাদের মনে রাখতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু বলেছিলেন আমাদের কেউ দাবায়েরাখতে পারবানা। তার নেতৃত্বে ৫০ বছর আগে জাতি যে ভাবে জেগে উঠেছিল সেই পথ অনুসরণ করে আমাদের এগিয়ে যেতেহবে।জাতিকে আবার জেগে উঠতে হবে কোন রকম বাধা এলেই সকলে মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের প্রয়োজন যতটুকু তা আমরা পাইনা। যেটুক পাই তার সব টুকও সতব্যবহার করতে হবে। মানুষে মানুষে মিলেমিশে বসবাসের যে ধারা তৈরি হয়েছে এ অঞ্চলে তার ধারা অব্যহত রাখতে হবে।৭/৮ বছর আগে যে অবস্থা ছিল হানা হানি মারা মারি সে অবস্থার পরিবর্তন ঘটেছে মানুষ আজ নিরাপদে নিশ্চিন্তে তার ঘরে ঘুমায়।এই পরিস্তিতি অবশ্যই টিকিয়ে রাখতে হবে। তিনি বলেন ইন্দুরকানীর এই পল্লি গ্রামে জনকল্যান স্কুল এন্ড কলেজের বহুতল ভবন উন্নয় কাজ পরিদর্শনে এসে দেখতে পেলাম উন্নয়কাজের অগ্রগতি সন্তষ জনক। জনগন যদি তাদের চাহিদার কথা যথা সময়ে ঠিক জায়গায় উপস্থাপন করতে পারে তাহলে তাদের দাবি অবশ্যই পুরণ হবে মহান আল্লাহর উপর বিশ^াষ রেখে যদি মানুষ যদি কিছু চায় তাহলে তিনি অবশ্যই তা পুরণ করেন।পাঁচ বছর আগে এখানে একটি মতবিনিময় সভায় এসে এই বিদ্যালয়ের উন্নয়নের যে প্রতিশ্রæতি দিয়েছিলাম তা আজ বাস্তবায়ন দেখে মহান আরøাহর দাছে শুকরিয়া জ্ঞাপন করছি। পত্তাশী জন কল্যার স্কুল এন্ড কলেজের ব্যবস্থপনা কমিটির সভাপতি সিরাজিচ সালেকিন শুভর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান এ্যড, এম মতিউর রহমান, উপজেলা জাতীয় পার্টি জেপি সাধারণ সম্পাদক শাহিন হাওলাদার, এসময় মঞ্চে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানম,ইন্দুরকানী থানা অফিসার ইনর্চাজ হুমায়ুন কবির,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দিলরুবা মীলন নাহার, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদকসাঈদুর রহমান সাইদ,পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ উপজেলা জাতীয়পার্টি জেপি, ও অন্যঅন্য রাজনৈতিক দলের নেতৃবিন্দ। এর আগে তিনি উপজেলার রামচন্দ্রপুর সম্মোহনী মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয় কাজের অগ্রগতী পরিদর্শন করেণ । বিশ^ব্যাং সহায়তা পুষ্ট স্থানিয় সরকার বিভাগের ব্যবস্থাপনায় নির্মিত রেখাখালী- সুতার খালী প্রথমিক বিদ্যালয়ের বহুমুখি ঘূর্ণিঝড় আশ্রায়ন কাজের ভিত্বিপ্রস্ত স্থাপন ও দোয়া মোনাজাতে অংমগ্রহন করেণ পাশাপাশি তিনি রেখাখালী আশ্রায়ন প্রকল্প পুকুরে উপজেলা মৎস্য বিভাগের সৌজন্যে মাছের পোনা অবমুক্ত করেণ।
এসময় তার সফরসঙ্গি ছিলেন ভান্ডারিয়া উপজেলা জেপির যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সেলর গোলঅম ছরোওয়ারজোমাদ্দার, জেপি ভান্ডারিয়া উপজেলা যুগ্ম আহবায়ক ও গৌরিপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরি,সদস্য সচিব ও ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু প্রমুখ।
মঙ্গলবার, মে ৩০
সংবাদ শিরোনাম
- বরগুনায় পিআইওর বিরুদ্ধে ৩০ টি মসজিদে টিআর বরাদ্দের ৩০ লাখ টাকা লোপাটের অভিযোগ
- পঞ্চমবারের মতো আইপিএল জিতলো চেন্নাই সুপার কিংস
- ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ জুন
- যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় নিহত ১৬
- তাপপ্রবাহ আরও বাড়তে পারে
- বিএনপি নেতা আমান-টুকুর সাজা বহাল
- সৌদি পৌঁছেছেন ৩৩ হাজার ৭৩৫ হজযাত্রী
- মাগুরায় জুয়া খেলায় আটক ৭