আমার দেশ’ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে পেশাজীবী পরিষদের শোক

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক:

দৈনিক আমার দেশ-এর সম্পাদক ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) সাবেক সভাপতি মাহমুদুর রহমানের মা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিএসপিপি।

রোববার (৬ জুলাই) এক যৌথ শোকবার্তায় সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও সদস্যসচিব সাংবাদিক কাদের গনি চৌধুরী এই শোক প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, অধ্যাপিকা মাহমুদা বেগম ছয় দশকের বেশি সময় ধরে শিক্ষকতা পেশায় যুক্ত থেকে দেশের শিক্ষা ও সমাজ উন্নয়নে অসামান্য ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে জাতি এক শিক্ষাবান ও নীতিনিষ্ঠ ব্যক্তিত্বকে হারাল।

তারা আরও বলেন, এই মহিয়সী নারী বিগত আওয়ামী সরকারের দমননীতির শিকার হয়েছেন। শুধুমাত্র মাহমুদুর রহমানের মা হওয়ার কারণে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও মানসিক নিপীড়ন চালানো হয়েছে। সেই মামলার ভার নিয়েই তাকে পৃথিবী ছেড়ে যেতে হলো।

বিএসপিপি নেতারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী ও ছাত্র-ছাত্রীদের প্রতি গভীর সমবেদনা জানান।

অধ্যাপিকা মাহমুদা বেগম রোববার (৬ জুলাই) ভোর সোয়া পাঁচটায় রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

তিনি দৈনিক আমার দেশ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যান ছিলেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, তিতুমীর কলেজসহ বিভিন্ন কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন।

অধ্যাপিকা মাহমুদা বেগম একমাত্র পুত্র মাহমুদুর রহমান, পুত্রবধূ ফিরোজা মাহমুদ, ছোট বোন মনিরা মাহমুদ এবং অসংখ্য ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner

Advertisement