মিজানুর রহমান সুমন
আমিনা রাজ্জাকের কবিতার বই অপেক্ষার সোনালী মোহনায় এর মোড়ক উন্মোচন শনিবার ২০ মে ২০২৩ সন্ধ্যা ছয়টায় জাতীয় জাদুঘর কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ দেশ সঙ্গীতাঙ্গনের বাতিঘর সংগীত ব্যক্তিত্ব সৈয়দ আব্দুল হাদী,অনুষ্ঠান উদ্বোধন করেন অধ্যাপক ডক্টর আ আ ম স আরেফিন সিদ্দিক সাবেক উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ কামরুজ্জামান মহাপরিচালক জাতীয় জাদুঘর, কবিতার বই নিয়ে কথা বলেন ড, আমিনুর রহমান সুলতান পরিচালক বাংলা একাডেমী। সূচনা বক্তব্য রাখেন শফিকুল ইসলাম সেলিম নির্বাহী পরিচালক আমরা সূর্যমুখী। আরো উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা, বক্তব্য রাখেন কবি আমিনা রাজ্জাক এ সময় তিনি তার বিভিন্ন সময়ের স্মৃতিচারণ তুলে ধরেন।
পুরো নাম আমিনা জেসমিন রাজ্জাক লুনা ব্যক্তিগত জীবনে চাকুরীজীবী,তিনি স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। ইংরেজি সাহিত্য স্নাতকোত্তর ও এমবিএ করেছেন।মা মনোয়ারা সুলতানা রাজ্জাক, বাবা মোহাম্মদ আব্দুর রাজ্জাক।দুই কন্যা সন্তানের গর্বিত মা লুনা, কন্যা রুতবা রহমান পড়ছে বিবিএ এবং রাফসা রহমান ও লেবেলে পড়ছে। স্বামী আনিসুর রহমান ও কন্যাদের নিয়ে বসবাস করছেন ঢাকার মালিবাগে। গ্রামের বাড়ি শরীয়তপুর ভেদরগঞ্জের আরশি নগরে। মাঝেমধ্যে কবিতা লেখা,পেইন্টিং করা, বেড়ানো এবং শখের বশে গান গাইতেও ভালোবাসেন। উগণ্ডা, নাইজেরিয়া, কেনিয়া, ইংল্যান্ড সুইজারল্যান্ড হল্যান্ড ইটালি ভারত থাইল্যান্ড সৌদি আরব, ইউএসএ, মালয়েশিয়া, এমনই বিভিন্ন দেশ ভ্রমণ সংগত প্রয়োজনীয় অবস্থান করেছেন সুদীর্ঘ সময়।
আমিনা জেসমিন রাজ্জাক অফিশিয়াল নাম হলেও কবিতা লেখেন পেইনটিং করেন আমিনা রাজ্জাক নামেই। অপেক্ষার সোনালি মোহনায় তার প্রথম কাব্যগ্রন্থ এটি প্রকাশ করেছে পানকৌরি প্রকাশনা। তিনি গান গাইতে ভালোবাসেন বেশ কয়টা মিউজিক ভিডিও তার ইউটিউবে প্রকাশ পেয়েছে। এই প্রকাশনায় সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধান করেছেন শফিকুল ইসলাম সেলিম সেই আন্তরিকতার ধারাবাহিকতায় সংগঠনের নিজস্ব উদ্যোগে মোড়ক উন্মোচন করা হল। এমনই উদ্যোগের জন্য উদ্যোক্তাদের প্রতি আকৃতির ও অপরিসীম কৃতজ্ঞতা প্রকাশ্যে আমিনা রাজ্জাক বলেন এমনই আয়োজনে আমি নিজেকে সম্মানিত বোধ করছি। আগামীর পথ চলায় শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ও সহমর্মিতা প্রতি আমার প্রত্যাশা