স্টাফ রির্পোটার, সাভার
আশুলিয়ায় সবজি ক্ষেতে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (০৭ জুন) সকালে সাড়ে ১১ টার দিকে আশুলিয়ার এনায়েতপুর এলাকার একটি সবজি ক্ষেত অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে। ধামসোনা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার শফি উদ্দিন জানান, খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে আসি। প্রাথমিকভাবে বস্তাবন্দি ব্যক্তির মরদেহ নিশ্চিত হয়ে বিসয়টি আশুলিয়া থানা পুলিশকে অবহিত করি। এ বিষয়ে আশুলিয়া থানার এস আই শফি উল্লাহ জানান, পথচারী ও স্থানীয় ইউপি মেম্বারের তথ্যের ভিত্তিতে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারনা তাকে হত্যা করে লাশ এক জায়গা থেকে এখানে ফেলে গেছে। পরিচয় জানার পাশাপাশি হত্যার কারন ও অপরাধীদের খঁজে বের করা চেষ্টা চলছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। অন্যদিকে, আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে সাভার হাইওয়ে থানা পুলিশ। সোমবার (০৭ জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল এলাকায় থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়। সাভার হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাত করিম জানান, প্রাথমকিভাবে ধারনা নিহত নারী মানসিক প্রতিবন্ধী ছিলেন। রাতের কোন এক সময় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। নিহতের পরিচয় জানার পাশাপাশি ঘাতক চালক ও গাড়িটি সনাক্ত করার চেষ্টা চলছে।
মঙ্গলবার, মে ৩০
সংবাদ শিরোনাম
- এরদোয়ানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন
- স্মার্ট এডুকেশন ফেস্টিভ্যালে শিক্ষামন্ত্রী নতুন শিক্ষাক্রমে এসএসসি ২০২৬ সালে
- টেকনাফে ৩ লাখ ইয়াবা ইয়াবা উদ্ধার
- নৌযানের প্রথম শ্রেণির মাস্টারশিপ পরীক্ষায় ৭১ জন উওীর্ণ
- গণঅধিকার পরিষদের মানববন্ধনে বাধা দেওয়ার অভিযোগ
- গড়গড়িয়া মাস্টারবাড়ী-বেড়াইদেরচাল-বেপারীবাড়ী-লিচু বাগান সড়কের বেহাল দশা
- তিতাসে শাহিনুল ইসলাম সোহেল এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
- আশুলিয়ায় গাঁজাসহ গ্রেফতার ১