রাজশাহী ব্যুরো :
আওয়ামী লীগের বিচারের দাবিতে রাজশাহীতে গণজমায়েত কর্মসূচী পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। রোববার সকাল ১১ টার দিকে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে অবস্থান নেন তারা। অবস্থান কর্মসূচী চলে দুপুর পর্যন্ত।এর আগে বিভিন্ন স্কুল কলেজ থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হতে থাকেন তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, আওয়ামী লীগসহ ছাত্র লীগ, যুবলীগ এরা সারা দেশে রাজপথে নামার ঘোষণা দিয়েছিলো। তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমরা ছাত্র জনতা সব সময় প্রস্তুত রয়েছি তাদের রুখে দেবার জন্য। আমরা তাদের রাজপথে দেখতে চাই। সাহস থাকলে তারা এসে মোকাবেলা করুক।
এছাড়াও গণজমায়েতে অংশগ্রহণ করেন সমন্বয়ক সাব্বির হোসেন, রাজশাহী কলেজ শাখার আব্দুর রহিম, মহুয়া জান্নাত, রাবির রাতুল হোসেন প্রমুখ।