অনলাইন ডেস্ক: আফ্রিকার পূর্বাঞ্চলীয় দেশ ইথিওপিয়ার ব্যস্ততম একটি বাজারে বিমান হামলায় অন্তত ৫১ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।বুধবার মার্কিন মিডিয়া অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবরে বলা হয়, দেশটির তাইগ্রে অঞ্চলের তোগোগা গ্রামে মঙ্গলবার হামলার ঘটনাটি ঘটে। হামলায় আহতদের মধ্যে অর্ধশতাধিকের অবস্থা আশঙ্কাজনক। এখনো নিখোঁজ রয়েছেন ৩৩ জন।
স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, সেনাবাহিনীর সদস্যরা মেডিকেল টিমকে ঘটনাস্থলে যেতে দিচ্ছে না।আহতদের তাইগ্রের প্রাদেশিক রাজধানী মেকেলের আয়দার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক ও নার্সদের বরাতে খবরে বলা হয়, বিমান থেকে তোগোগার ব্যস্ততম বাজার এলাকায় বোমা ফেলা হয়। যদিও দেশটির সামরিক বাহিনী এবং ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর মুখপাত্র বিলেন সেউম বিষয়টি নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি।
সরকার গত বছরের নভেম্বরে তাইগ্রে অঞ্চলের নিয়ন্ত্রণ গ্রহণের আগ পর্যন্ত অঞ্চলটি তাইগ্রে পিপিলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) শাসনাধীন ছিল। সরকার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সেখানে সংঘাতে ওই এলাকায় হাজার হাজার মানুষের প্রাণ গেছে। ঘর ছাড়তে বাধ্য হয়েছেন ২০ লাখেরও বেশি মানুষ।