অনলাইন ডেস্ক :
টেলিভিশন নাট্যকার সংঘের সাথে ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের মধ্যে (স্বাস্থ্যসেবা) সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে আজ ৯ জানুয়ারি সন্ধ্যায়। রাজধানীর মগবাজারস্থ ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের সভাকক্ষে চুক্তি স্বাক্ষর করেন হাসপাতালের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোঃ আলতাফ হোসেন এর পক্ষে ব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান এবং টেলিভিশন নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক আহসান আলমগীর।
এসময় টেলিভিশন নাট্যকার সংঘের যুগ্ম-সাধারণ সম্পাদক আজম খান, সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রিজভী, দপ্তর সম্পাদক রাজীব মণি দাস, অভিনেতা-পরিচালক রাশেদ মামুন অপু, অভিনেতা-নাট্যকার আসিফ নজরুল, ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের এসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া) এইচ এম দুলাল, সিনিয়র এক্সিকিউটিভ (কর্পোরেট) মোঃ হিরো মিয়া এবং বিজনেস প্রমোশন এক্সিকিউটিভ মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
এই চুক্তির মাধ্যমে টেলিভিশন নাট্যকার সংঘের সদস্য ও তাদের পরিবারবর্গ ইনসাফ বারাকাহ কিডনি এন্ড জেনারেল হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্য সেবায় ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।