ইন্দুরকানী, পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানিতে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এর বিস্তার ঘটছে। উত্তর-পশ্চিম দিক থেকে শৈত্য প্রবাহে হিমেল হাওয়া বইছে প্রচন্ড শীত। সেই সাথে মাঝারি থেকে ঘন কুয়াশায় দুর্বিষহ হয়ে পড়েছে স্বাভাবিক জীবন যাত্রা, খেটে খাওয়া সাধারন মানুষজন পড়েছে চরম বিপাকে। ঘন কুয়াশা পড়ছে সারাদিন। দিনের বেলায়ও হেড লাইট জ্বালিয়ে সড়ককে- যানবাহন চলাচল করছে।
বৃদ্ধ ও শিশুরা রয়েছে ঝুকিতে নানা ধরনের ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। এতে হাঁস মুরগীসহ গোখাদ্যের অভাব দেখা দিয়েছে। ঠান্ডা জনিত রোগে অনেকেই স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে আসছেন চিকিৎসার জন্য। পিরোজপুর ইন্দুরকানি উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে দেখা যায় গ্রামগঞ্জের বিভিন্ন হাট বাজার মহল সকল একত্রিত হয়ে আগুন জ্বালিয়ে শীত নিবারণ করছে অনেকেই। তাপমাত্রার পারদ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সর্ব-উত্তরের জনপদ তেঁতুলিয়ায় ৯.২ ডিগ্রি সেলসিয়াস। রাতের সর্বনিম্ন তাপমাত্রার সাথে পাল্লাদিয়ে দিনের তাপমাত্রাও হ্রাস পাচ্ছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।