ইন্দুরকানী, পিরোজপুর প্রতিনিধি
নিখোঁজেন ১১ দিন পরে ইন্দুরকানীর এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশ ও নিহতের পরিবারের সুত্রে যানায় ইন্দুরকানী উপজেলার সাঈদখালী গ্রামের আঃ কাদেরের ছেলে মোঃ হেলাল উদ্দিনের লাশটি জেলার মঠবাড়িয়া উপজেলার ধানিশাফা গ্রামের একটি ডোবার মধ্যে পাওয়া যায়। নিহতের বাবা জানায় আমার ছেলে হেলাল মঠবাড়িয়ায় আলম বেপাড়ির বাড়িতে ভাড়া থাকত স্ত্রীকে নিয়ে। সেখানে একটি সমিলের কেয়া টেকারের দায়িত্বে ছিল হেলাল। গত ২৩ শে আগষ্ট রাতে স্বামী স্ত্রীর মাঝ ঝগড়ার হয় ২৪ আগষ্ট থেকে আর হেলাল কে পাওয়া যায়নি আমরা ভিভিন্ন জায়গায় খোজ খবর নিচ্ছিলাম এমন করে কেটে গেছে ১১টি দিন। উলেখ্য তিন বছর আগে জেলার স্বরুপকাঠী উপজেলার কামারকাঠি গ্রামের শামসুর রহমানের কন্যা সাজেদা বেগম (১৮) সাথে বিয়ে হয় তার পর থেকে প্রায়ই স্বমী স্ত্রীর ঝগড়া লেগে থাকত নিহতের বাবা বলেন ঝড়রার কারনে হয়তবা আমার ছেলের আজ এই পরিনতি।
মঠবাড়িয়া থানা অফিসার ইনর্চাজ মুহাঃ নুরুল ইসলাম বাদল জানান ৪ সেপ্টেম্বর রাতে স্থানীয় এক মহিলা ধানিশাফা গ্রামের আলম বেপাড়ির বাড়ির পিছনে একটি পরিত্যাক্ত ডোবায় লাশটি দেখতে পেয়ে থানায় খবর দিলে আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এদিকে লাশের খবর পেয়ে নিহতের ভাই এবং বোন মঠবাড়িয়ায় গিয়ে লাশের পরিচয় নিশ্চিত করেণ। সকালে লাশটি মর্গে পাঠান হয়েছে পোস্টমটেমের জন্য। নিহতের স্ত্রীকে পুলিশ হেফাজাতে নেয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য এবং মামলার প্রস্তুতি চলছে।