ইন্দুরকানী, পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানী পাড়েরহাট ইউনিয়নের চালনা ব্রিজ সংলগ্ন মুড়ির মিলের মালিক মোঃ ফারুক খানের একমাত্র ছেলে আব্দুল্লা ১০ খালের পানিতে পড়ে নিখোঁজ হন। ১৮ মে বেলা ১১টার দিকে খালের পাশে তার হাফপ্যান্ট খোলা অবস্থায় পরে থাকতে দেখে সবাই নিশ্চিত হন যে সে পানিতে পরে গেছে।
এই অবস্থা ইন্দুরকানী ফায়ার ব্রিগেট খবর দিলে তারা ছেলেটির সন্ধানে পারের হাট খালে ট্রলার নিয়ে তল্লাশি চালায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি করছে। ইন্দুরকানী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান শরীফ জানান আমরা চেষ্ঠা করছি বাকি আল্লাহ ভরসা। তবে বর্তমানে জোয়ারের প্রচন্ড চাপ রয়েছে পানিতে অনেক স্রোত তার পরেও আমরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।