ইন্দুরকানী, পিরোজপুর প্রতিনিধি:
ইন্দুরকানীতে হাত পা বাধা অবস্থায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, আজ বৃহস্পতিবার বার দুপুরে উপজেলার চরবলেশ্বর এলাকায় নদীতে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে হাত পা বাধা অবস্থায় আনুমানিক (৩০) বয়সী এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক জানান, অজ্ঞাত পরিচয়ের এক নারীর হাত পা বাধা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। একটি ইউডি মামলা দায়ের করে লাশটি ময়না তদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশটির পরিচয় সনাক্তের জন্য চেষ্টা চলছে।