ইন্দুরকানী, পিরোজপুর প্রতিনিধি
নারীর প্রেক্ষিত বিবেচনায় বাজেট উন্নয়ন এবং সেবামুলক কাজের স্বীকৃিত ও দায়িত্বের পূনঃবন্টন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ২৪ জুন সকালে রিকল ২০২১ প্রকল্প ডাকদিয়েযাই’র আয়োজনে অক্সফ্যাম বাংলাদেশ এর সহযোগীতায় ইন্দুরকানী উপজেলা পরিষদ মিলনায়াতন সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মুহাম্মাদ আল-মুজাহিদের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপিস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যড. এম মতিউর রহমান, আরও বক্তব্য রাখের উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সেখ তৈয়বুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা মাশহিদুল ইসলাম, সময়ায় অফিসার অহিদুজ্জামান, উপজেলা মহিলা বিসয়ক কর্মকর্তা নূরেজান্নাত ফেদউসি, প্রণী সম্পদ কর্মকর্তা হরিষ চন্দ্রদাস, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান গোলাম ছরওয়ার বাবুল ইন্দুরকানী প্রেসক্লাব সাধারণ সম্পাদক গাজী আবুল কালাম প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলে সরকারি কর্মকতা, সাংবাদিক জন প্রতিনিধি ও সিবিও সদস্য বৃন্দ। উপস্থিত ছিলেন রিকল ২০২১ প্রজেক্ট ফিল্ড সুপার ভাইজার হুমাউন কবির, দেবদাস ডাকুয়া প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ও স্বর্বিক দায়িত্বে ছিলেন রিকল ২০২১ প্রজেক্ট কোঅর্ডিনেটর কৃষিবিদ মোঃ আব্দুল বারী। বক্তারা বলেন সরকার নারি উন্নয়নে ও তাদের অংশগ্রহন মুলক সুযোগ সুবিধা বৃদ্ধিরার জন্য বিভন্ন কার্যক্রম হাতে নিয়েছেন। এখন নারিরা সরকারে উচ্চ পর্যায়ে কর্মরত রয়েছে সমাজের প্রায় সকল ক্ষেত্রে নারির অংশগ্রহ নিশ্চিত করেছে। তার বলেন এ ক্ষেত্রে নারিদের মন মানষিকতায় আরও পরিবর্তন আনতে হবে। সমাজে নারিদের সকল কাজের স্বিকৃতি ও সহ যোগীতা দানে সর্ব ক্ষেত্রে সকলকে অহবান জানান।