পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর জেলাধীন ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ কলারোন দারুলফালা জামে মসজিদে গত শুক্রবার জুমার নামাজরত অবস্থায় প্রতিপক্ষের আঘাতে মেজবা মুন্সি নামে এক যুবকের মাথা ফেটে রক্তাক্ত যখম হয়েছে। এলাকাসূত্রে জানাগেছে মসজিদের পুরাতন টয়লেট সংস্কার না করে মসজিদের দক্ষিণপাশে ব্যবহারিক পুকুর পাড়ে সকলের বাধা উপেক্ষা করে মসজিদের বর্তমান সাধারণ সম্পাদক মোঃ খালেক মুন্সী, তার ছেলে মোঃ রুমান মুন্সী ও তার সংঙ্গ-পাঙ্গ পূর্ব পরিকল্পিত ভাবে নামাজরত অবস্থায় এলোপাতারি হামলা চালায়। হামলায় মোঃ মেছবা মুন্সীর মাথা ফেটে রক্তাক্ত যখম হয়। মুছল্লিরা নামাজ ছেড়ে হামলাকারীদের ঠেকাতে গিয়ে কয়েকজন আহত হয়। মুসল্লিদের তোপের মুখে হামলাকারীরা পালিয়ে যায়। বর্তমান ইউপি সদস্য মোঃ আব্দুল হাই জোমাদ্দার এবং সাবেক ইউপি সদস্য মোঃ ইউসুফ আলী জোমাদ্দার শালিশ মিমাংসার জন্য মোঃ মেছবা মুন্সীর পিতাকে অনুরোধ করলে এখন পর্যন্ত আইনগত ব্যবস্থা গ্রহণ থেকে বিরত রয়েছে। তবে শালিশ বৈঠকে সঠিক বিচার না পেলে তারা আইনের আশ্রয় নিবে বলে জানিয়েছেন।
ইন্দুরকানীতে প্রতিপক্ষের আঘাতে আহত ১
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর জেলাধীন ইন্দুরকানী উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ কলারোন দারুলফালা জামে মসজিদে গত শুক্রবার জুমার নামাজরত অবস্থায় প্রতিপক্ষের আঘাতে মেজবা মুন্সি নামে এক যুবকের মাথা ফেটে রক্তাক্ত যখম হয়েছে। এলাকাসূত্রে জানাগেছে মসজিদের পুরাতন টয়লেট সংস্কার না করে মসজিদের দক্ষিণপাশে ব্যবহারিক পুকুর পাড়ে সকলের বাধা উপেক্ষা করে মসজিদের বর্তমান সাধারণ সম্পাদক মোঃ খালেক মুন্সী, তার ছেলে মোঃ রুমান মুন্সী ও তার সংঙ্গ-পাঙ্গ পূর্ব পরিকল্পিত ভাবে নামাজরত অবস্থায় এলোপাতারি হামলা চালায়। হামলায় মোঃ মেছবা মুন্সীর মাথা ফেটে রক্তাক্ত যখম হয়। মুছল্লিরা নামাজ ছেড়ে হামলাকারীদের ঠেকাতে গিয়ে কয়েকজন আহত হয়। মুসল্লিদের তোপের মুখে হামলাকারীরা পালিয়ে যায়। বর্তমান ইউপি সদস্য মোঃ আব্দুল হাই জোমাদ্দার এবং সাবেক ইউপি সদস্য মোঃ ইউসুফ আলী জোমাদ্দার শালিশ মিমাংসার জন্য মোঃ মেছবা মুন্সীর পিতাকে অনুরোধ করলে এখন পর্যন্ত আইনগত ব্যবস্থা গ্রহণ থেকে বিরত রয়েছে। তবে শালিশ বৈঠকে সঠিক বিচার না পেলে তারা আইনের আশ্রয় নিবে বলে জানিয়েছেন।