ইন্দুরকানী, পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯১ তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৮ আগষ্ট সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এ্যড, এম মতিউর রহমান, ইন্দুরকানী থানা অফিসার ইনর্চাজ হুমায়ুন কবির, উপজেলা আ-লীগ সাধারণ সম্পাদক মনির”জ্জামান সেলিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাশিদুল হক, কৃষি কর্মকর্তা হুমায়রা সিদ্দিকা, প্রকল্প অফিসার শফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারি বৃন্দ। অনুষ্ঠানে বঙ্গ মাতার রুহের মাগফেরাত কামনা করে দোয়াও মোনাজাত করাহয় এবং দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এবং জাতির জনকের শাহাদাৎবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি গ্রহনের জন্য আলোচনা সভা করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আ-লীগ সাবেক সাধারন সম্পাদক মনির”জ্জামান মৃধা,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান র”হুল আমিন বাঘাসহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ উপজেলা আওয়ামীলীগের সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।