ইন্দুরকানী, পিরোজপুর প্রতিনিধি
ইন্দুরকানীতে করোনা ভাইরাসের প্রভাব দেখা দিয়াছে ১৪ জুন এখানে তিন জন করোনা রুগি সনাক্ত হয়েছে। বর্তমানে এলাকার অনেক বাড়িতে জ্বর কাশি দেখা জাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রটি প্রায় অকেজ এখানে কোন করোনা পরিক্ষা হয়না। এলাকার অনেক বাড়িতে প্রচন্ড কাশি ও জ্বরের প্রকাপ লক্ষকরা যাচ্ছে। উপজেলার প্রায় সকল হাট বাজারে আগন্তকরা কোন রকম স্বাস্থ্য বিধি মানছেনা। প্রসাশনের ও তেমন কোন অভিযান লক্ষ করা যায়না। এখনই সতর্ক না হলে করোনা মহামারি বিপর্যয় দেখাদিতে পারে বলে বোদ্ধা মহল মনে করেণ। এই উপজেলার পার্শ্ববর্তি মোড়েলগঞ্জ উপজেলা সেখানে করোনার রেড জোন হিসেবে চিহ্নীত। সেখানে বর্তমানে করোনার ঝুকির জন্য ইউপি নির্বাচন বন্ধ রয়েছে। ইন্দুরকানী উপজেলা পাশাপাশি হওয়ায় এখানেও ইউপিনির্বাচন বন্ধ রাখা উচিৎ বলে সচেতন মহল মনে করেণ। বর্তমানে উপজেলার বালিপাড়া ইউনিয়নের নির্বাচন চলছে। সেখানে কোন রকম স্বাস্থ্যবিধি মানছেনা কেহ। দলবেধে ভোটারদের দারে দারে যাচ্ছে প্রার্থী সহ তাদের সমর্থকগন।তাদের কারোমুখে মাক্স নেই। কোন রকম স্বাস্থ্যবিধির বালাই নেই। এখানে স্বাস্থ্য ঝুকির মধ্যে রয়েছে বলে সচেতন মহলের দাবি। এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৈয়বুর রহমান বলেন আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে করোনা ভাইরাস পরিক্ষা হচ্ছেনা। তবে এলাকায় ভাইরাস জ্বর ও কাশির প্রকোপ রয়েছে আমাদের এখানে চিকিৎসা নিতে রোগিরা আসছেন। পাস্ববর্তী উপজেলায় করোনার প্রভাব রয়েছে সে জন্য আমাদের একটু সচেতন থাকার প্রোয়জন। পিরোজপুর সিভিল সার্জ্ন ডাঃ মোঃ হাসনাত ইউসুফ জাকী মুঠো ফোনে বলেন ভাইরাস জ্বর ও কাশির প্রভাব রয়েছে। তবে ইন্দুরকানীতে মানুষ করোনা পরিক্ষা না করায় সঠিক সংখা বোঝা যাচ্ছেনা। আমাদের সকলের উচিৎ স্বাস্থ্যবিধি মেনে চলা আমরা যদি এখনও সচেতন না হই তবে আক্রন্তের সম্ভবনা বেশি থাকছে।