ইন্দুরকানী, পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের ইন্দুরকানীতে ভারতের বিজেপি নেতা নুপুর শর্মা কর্তৃক নবী করিম (সঃ) কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা তৌহিদী জনতার ব্যানারে উপজেলা সদরের ইন্দুরকানী বাজারে এ প্রতিবাদ মিছিল ও সমাবেশে বিভিন্ন দল ও পেশার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলকারীরা নবী করীম (সঃ) কে কটুক্তিকারী বিজেপি দুই নেতাকে পাদুকা প্রদর্শণ করে ঘৃণা প্রকাশ করে।
এবং তারা সরকারের পক্ষ থেকে মুসলমানদের মনে আঘাত দেয়ার জন্য ভারত সরকারকে নিন্দা ও প্রতিবাদ জানানোর দাবী করেন। পরে মুজাহিদিয়া মসজিদের সামনে এক পথসভায় বক্তব্য রাখেন তৌহিদি জনতার পক্ষে হাফেজ আলতাফ হোসেন। এসময় আইনশৃংখলা রক্ষাকারীবাহিনী শান্তিপূর্ণভাবে অবস্থান করেন।এছারা উপজেলার বিভিন্ন বাজারে জুম্মার নাজের পরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। তৌহিদি মুসলিম জনতা শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ সমাবেশ করেছেন।