জাহেদ হাসান, কক্সবাজার
কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও এর ইসলামাবাদ এলাকায় র্যাব-১৫ অভিযান চালিয়ে ৪টি দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ ১জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। গত সোমবার (১১ এপ্রিল) র্যাব-১৫ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঈদগাঁও এর ইসলামাবাদ এর রাবার ড্রামের উত্তর পাশে নতুন রেললাইনের উপর স্বসস্ত্রে সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকান্ড করা হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর চৌকস আভিযানিক দল রাত সাড়ে ৯ টায় আনুমানিক একই তারিখ আনুমানিক ওই স্থানে অভিযানে গেলে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে আটক করা হয়েছে। এসময় তার সাথে থাকা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ২ টি ওয়ানশুটার গান, ২ টি থ্রিকোয়ার্টার গান, ৬ রাউন্ড কার্তুজ ও ২ টি ছুরি উদ্ধার করা হয়। আটক সন্ত্রাসী এলাকায় লোকজনকে অস্ত্রের ভয়ভীতি সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড করে আসছিল বলে জানা যায়। আটক নুরুল কাদের (৫২)ঈদগাঁও ইসলামাবাদ এর ১ নং ওয়ার্ডের পশ্চিম টেকপাড়ার মৃত আব্দুর রহমানের পুত্র। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে ঈদগাঁও থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।