রাজশাহী ব্যুরো
পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষে গতকাল বেলা ১.৩০ টায় রাজশাহী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মেসে বিশেষ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ( ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জয়দেব কুমার ভদ্র , বিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ( অপারেশনস এন্ড ক্রাইম )টিএম মোজাহিদুল ইসলাম, বিপিএম, পিপিএম। সভাপতিত্ব করেন রাজশাহী জেলার পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম ( বার)। এ সময় রাজশাহী রেঞ্জ ও জেলা পুলিশের অন্যান্য সিনিয়র অফিসার-ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি উপস্থিত সকলকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানান ও ধর্মীয় স¤প্রীতি বজায় রেখে পবিত্র ঈদের উৎসব পালনের আহবান জানান।