কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরী অস্ত্র-গুলি-ইয়াবাসহ চারজনকে আটক করতে সক্ষম হয়েছে।এসময় তাঁদের কাছ থেকে দুইটি ওয়ান শুটারগান, ৩ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজ,১টি রাইফেলের খালি খোসা, ১টি শর্টগানের খালি খোসা ও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, পালংখালীর ২ নং ওয়ার্ডের ফরিদ আলমের ছেলে মোঃ কায়সার, একই ওয়ার্ডের মৃত মোঃ আলমের ছেলে ফরিদ আলম, উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ১১ এর মৃত নুর কবিরের ছেলে ফোরকান ও ক্যাম্প ১২ বকবি’র জোস মোহাম্মদ এর ছেলে আব্দুল কাদের।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউল হক সত্যতা নিশ্চিত করেন। আটককৃতদের বিরুদ্ধে উখিয়া থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বদ্ধপরিকর।