কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ায় নাফনদী থেকে স্থানীয় এক বাসিন্দার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি।শনিবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে বাংলাদেশ ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় নাফ নদীতে লাশটি দেখতে পেলে পুলিশ খবর দেয় স্থানীয়রা।
উদ্ধারকৃত মরদেহটি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আঞ্জুমানপাড়ার বাসিন্দা মৃত মোহাম্মদ হোসেন এর ছেলে ছৈয়দুল বশর (১৯) বলে নিশ্চিত করেছেন পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর ৫ জন বাংলাদেশী নাফ নদীতে মাছ ধরতে গেলে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গ্রুপের হাতে জিম্মি হয়। এদের মধ্যে ছৈয়দুল বশর’কে পিটিয়ে ও গুলি করে হত্যা করা হয়।
উখিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন বলেন, ” মাছ শিকারে গিয়ে দুদিন আগে ৫ জন বাংলাদেশী অপহরণ হয়। এদের মধ্যে আজ একজনের মরদেহ উদ্ধার হয়েছে। এ ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানিয়েছেন, মরদেহ উদ্ধারের পর প্রাথমিকভাবে সুরতহাল করা হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।