অনলাইন ডেস্ক:
কক্সবাজারের উখিয়ার কতুপালং রোহিঙ্গা ক্যাম্পের সামনে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উখিয়া কতুপালং ট্রানজিট সেন্টার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই সিএনজি আরোহী ছিলেন। এ ঘটনায় আরও দুই জনের অবস্থা আশঙ্কাজনক। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে উখিয়ার শাহপরী হাইওয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সেফায়েতুল ইসলাম জানান, ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চার জন নিহত হয়েছেন।
কুতুপালং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘হেঁটে যাওয়ার সময় হঠাৎ বিকট শব্দ শোনা যায়। পেছনে তাকিয়ে দেখি ট্রাক-সিএনজির দুর্ঘটনা। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় আহত উদ্ধার করে ক্যাম্পের হাসপাতালে নিয়ে যায়।’
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব জানান, কুতুপালং শিবিরের সামনে একটি সড়ক দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে রওনা হয়েছি। সেখানে পৌঁছে বিস্তারিত বলা যাবে।