মো:জহিরুল ইসলাম, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুরে ২০ ফুট উচু দেয়াল তুলে জমিতে যাওয়ার সরকারি রাস্তা বন্ধ করে দিয়েছে একটি কারখানার মালিক। সীমানা প্রাচীর ভিতরে নয় বিঘা ব্যক্তি মালিকানাধিন ও ছয় বিঘা সরকারি খাস জমি স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় দখল করে নিচ্ছে কারখানাটি। এ বিষয়ে গাজীপুরের জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশকে অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাচ্ছে না ভ‚ক্তভোগীরা। একজন ভুক্তভোগী শ্রীপুরের ফরিদপুর গ্রামের কৃষক মো. ইদ্রিছ আলীর ছেলে মাসুদ রানা জানান, শ্রীপুরের ধনুয়া মৌজায় তাদের দুই ফসলী ৯ বিঘা কৃষিজমি রয়েছে। তাদের জমির আশেপাশে এএএ টেক্সটাইল নামে একটি প্রতিষ্ঠান ৭০-৮০ বিঘা কৃষিজমি ক্রয় করে। এএএ টেক্সটাইলের জমির ভিতরে সরকারী রাস্তা ও সোয়া ৬ বিঘা সরকারি খাস (এসএ দাগ নং ১০৫১ আরএস দাগ নং ৬৪৯৯) জমি রয়েছে। গত বোরো মৌসুমের শুরুতে শ্রীপুরের মাওনা ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর আলম খোকন তাদের জমি এএএ টেক্সটাইলের কাছে কমমূল্যে বিক্রির প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় শুরু হয় অত্যাচার। প্রথমে গভীর নলকূপের পানির লাইন (ড্রেন) কেটে দেয়। পানির অভাবে ফলন নষ্ট হয়ে যায়। এরপর মাসুদদের জমি সরকারি রাস্তা ও ৩ কোটি টাকা মূল্যের খাস জমিসহ এএএ টেক্সটাইল জমিতে সীমানা প্রাচীর নির্মাণ শুরু করেন চেয়ারম্যান খোকন। এখন পুরো জমি সীমানা প্রাচীর দিয়ে বালু ফেলে ভারাট করছেন। ভরাটের কারণে পানি প্রবাহের পথ বন্ধ হয়ে আগামী বর্ষা মৌসুমে পুরো এলাকা জলাবদ্ধা সৃষ্টির আশংকা দেখা দিয়েছে। কোন বাঁধা-নিষেধ কিছুই আমলে নিচ্ছেনা। কৃষি জমিতে শিল্প-কারখানা স্থাপন এবং ভরাট না করার বিষয়ে প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। সরকারি রাস্তা ও সরকারি খাস জমি জবর দখল বিষয়ে গত ৩ মে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি শ্রীপুর থানা পুলিশকে লিখিত ভাবে জানিয়েছেন। এখনো পুলিশের কোন ভূমিকা নেয়নি। শুধু তাদের নয়, আশেপাশের বহু কৃষকের জমি এভাবে দখল করে নেয়া হয়েছে। এএএ টেক্সটাইলের হয়ে সব তদারক করেন খোকন চেয়ারম্যান। ওই খোকন চেয়ারম্যানের বিরুদ্ধে বিরুদ্ধে পুলিশ প্রশাসন ও থানায় অর্ধশতাধিক অভিযোগ ও জিডি রয়েছে। চেয়ারম্যানের ভয়ে কেউ মুখ খুলতে পারেনা। স্থানীয় হাজী ইদ্রিছ আলী বলেন, বিষয়টি যদি কোনভাে প্রধানমন্ত্রীর নজরে আসে তাহলে তিনি আমাদের জন্য একটা কিছু করবেন এ আশা করছি। জবরদখলকারী চেয়ারম্যান যদি একটু থামে তাহলে আমরা প্রাণে বেচেঁ যাই। এ বিষয়ে এএএ টেক্সটাইল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের কারো সঙ্গে কথা বলা সম্ভব হয়। তবে মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে জানান, তিনি কারো জমি জোর করে ভরাট করেননি। সরকারি রাস্তা, জমি ও ব্যক্তি মালিকানাধীন জমি দখল করে তাতে বাউন্ডারী করা হয়নি।
বুধবার, ফেব্রুয়ারি ১
সংবাদ শিরোনাম
- চাঁপাইনবাবগঞ্জ ভোটকেন্দ্রের ভেতর থেকে ককটেল উদ্ধার
- মানিকগঞ্জে সাটুরিয়া উপজেলা প্রেসক্লাব গঠিত
- ভাষার মাস শুরু হলো আজ
- ৬ আসনে ভোটগ্রহণ চলছে
- কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন বিমল চন্দ্র সমাদ্দার
- ফায়ারম্যান পদে নিয়োগ বাণিজ্য টার্গেটে টাকা হাতিয়ে নিতে তৎপর চক্র
- মোংলা ইপিজেডে ভয়াবহ আগুন
- পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলা: নিহত বেড়ে ৯২