বরিশাল ব্যুরো
বরিশালের উজিরপুর উপজেলার প্রেসক্লাবের উদ্যোগে প্রধানমন্ত্রীর উপহার দুঃস্থ্য শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২৩ জানুয়ারি সোমবার সকাল ১০ টায় উজিরপুর প্রেসক্লাবের সভাকক্ষে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি মহসিন মিয়া লিটনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু,
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের সদস্য এসএম জামাল হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন শাহা।এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা,
সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান রনি,কোষাধ্যক্ষ এমদাদুল কাশেম সেন্টু,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ, সদস্য সৈয়দ নাজমুল ইসলাম, রফিকুল ইসলাম, রবিউল ইসলাম প্রমূখ। এসময় উপস্থিত অতিথি বৃন্দরা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখার বিভিন্ন দিক নিয়ে উজিরপুর উপজেলাকে ঢেলে সাজানোর লক্ষ্যে নির্দেশনা মূলক বক্তব্য করেন।