নিজস্ব প্রতিবেদক:
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ রাশিদুল ইসলাম এর নের্তৃত্তে আজ ভোর তিনটায় এপিবিএন, উত্তরা, ঢাকার চৌকশ টিম বিশেষ অভিযান পরিচালনাকালে উত্তরা পূর্ব থানাধীন, জসিমউদ্দিন মােড়ের পূর্ব পার্শ্ব হতে একটি ট্রাক নং- সাতক্ষিরা-ট-১১০৫৪৭ আটক করেন।
তল্লাশী কালে ট্রাকের কেবিনের ভিতরে ডাইভার এবং হেলপারের কাছ থেকে ৪০ (চল্লিশ) কেজি অবৈধ গাঁজা উদ্ধার করেন। এ সময় জাহিদ শেখ প্রকাশ মোঃ জাহিদুল ইসলাম (৪০) ও মোস্তাফিজুর রহমান (২৮) কে আটক করা হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন। এ ব্যাপারে পুলিশ জানায় উদ্ধারকৃত আলামতও আটককৃতরা থানা হেফাজতে রয়েছে ।