শাহ্ মুহাম্মদ সুমন রশিদ, আমতলী, বরগুনা:
লুডু শব্দটি একটি ল্যাটিন শব্দ। ল্যাটিন লদো থেকে লুডুর উৎপত্তি। লদো মানে আই পেন্ট যার অর্থ দাঁড়ায় আমি খেলি। এক তথ্যসূত্রে জানা গেছে লুডু খেলার জন্য ব্যাবহৃত ডাইস এর সঙ্গে প্রাচীন রোমান সভ্যতার নিদর্শন মিল সম্পন্ন। ২৪০০ থেকে ২৫০০ খ্রীষ্টপূর্বের দিকে রাইন নদীর তীরে রোমান সেনাদের ঘাঁটি থেকে এমন নিদর্শন খুঁজে পাওয়া গেছে যদিও এই খেলাটি এখন সারা বিশ্বে অনেক বড় আলোড়ন তৈরি করেছে। যার একটি হচ্ছে এনালগ ও অন্যটি হচ্ছে ডিজিটাল সংস্করন। এনালগের বিষয়ে কমবেশী সবাই বুঝি যেটা কাগজের তৈরী কোটে খেলতে হয়। কথা হচ্ছে ডিজিটাল ভার্শন নিয়ে যেটা খেলাটিকে সহজ করে দিয়েছে।
যা স্মার্ট ফোন ট্যাব ও ইলেকট্রনিক্স ডিভাইস দিয়ে খেলা যায়। কিন্তু বাংলাদেশে এ খেলার পাশাপাশি আরেকটি মাত্রা যোগ হয়েছে যার নাম হচ্ছে বাজি নামক জুয়া। তবে এই জুয়ার আড্ডায় বরগুনার আমতলী উপজেলার গ্রাম/গঞ্জেও কিন্তু পিছিয়ে নেই সব বয়সী মানুষেরা। প্রকাশ্যে জুয়া খেলা যদি একটি সামাজিক অপরাধ হয় তবে যারা বাজি নামক জুয়া খেলে তাদেরকে কোন কাতারে ফেলবেন? আমতলী শহর থেকে শুরু করে গ্রাম অঞ্চল পর্যন্ত ছড়িয়ে রয়েছে বাজি জুয়ার প্রভাব। তবে যুব সমাজ বেশি করে ঝুঁকে যাচ্ছে এর দিকে।
সরেজমিনে দেখাগেছে, যাদের নুন আনতে পান্তা ফুরোয়,তারাও পর্যন্ত এ কাজের সাথে যুক্ত রয়েছে। মোট কথা যুবসমাজ এতে ব্যাপক আশক্ত হয়েছে। আমতলী পৌর এলাকায় অলিগলি থেকে শুরু করে গ্রাম পর্যায়ে চায়ের দোকানপাটগুলোতে, রাস্তার পাশে সহ বিভিন্ন জায়গায় প্রকাশ্যে লুডুু জুয়া চালিয়ে যাচ্ছে। আবার এ খেলার মধ্যে জালিয়াতি করে অনেকের টাকা হাতিয়ে নিচ্ছে একদল চক্র।