অনলাইন ডেস্ক: শেষ পর্যন্ত ৪-২ গোলে জিতলো জার্মানি। এগিয়ে থেকেও দুই আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে পর্তুগীজরা। হারতে হয় ৪ গোল খেয়ে।প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে হেরে ইউরো শুরু করেছিল জার্মানরা, দ্বিতীয় ম্যাচেই স্বরুপে ফিরলো গত আসরের সেমিফাইনালিস্টরা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ভয়ঙ্কর হয়ে উঠছে জার্মানি। তৃতীয় গোল পাওয়ার ৯ মিনিটের মধ্যে আবারও গোল দেয় জার্মানরা। ৬০ মিনিটে রবিন গোসেনস পর্তুগিজদের জালে বল জড়ান।
বিরতি থেকে ফিরেই গোল পেলো জার্মানি। ৫১ মিনিটের সময় কাই হাভার্টজ দারুণ ফিনিশিংয়ে বল জড়ান পর্তুগালের জালে।প্রথমার্ধ শেষে এগিয়ে জার্মানি। তারা মাঠে দারুণ খেললেও কাউন্টার অ্যাটাকে প্রথমে এগিয়ে যায় পর্তুগাল। তবে ভাগ্য খারাপ বলতেই হয়। দুই-দুইটি আত্মঘাতী গোলে এগিয়ে যায় জার্মানি।
এবারো আত্মঘাতী গোল। ৩৯ মিনিটের সমট রাফায়েল গুয়েরিরোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় জার্মানি।রুবিন ডিয়াজের আত্ম গোলে সমতা নিয়ে আসলো জার্মানি। ৩৫ মিনিটের সময় ডিফেন্স করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে ফেলেন তিনি।ইউরো চ্যাম্পিয়নশিপের ম্যাচে মুখোমুখি জার্মানি-পর্তুগাল। শুরু থেকেই একের পর এক আক্রমণে বিপর্যস্ত পর্তুগিজরা। তবে দুর্দান্ত কাউন্টার অ্যাটাকে রোনালদোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। শনিবার (১৯ জুন) জার্মানির অ্যালিয়াঞ্জ অ্যারেনায় মুখোমুখি হয় দুই দল। গ্রুপ এফ থেকে লড়ছে তারা। প্রথম ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে পর্তুগাল জয় পেলেও জার্মানি হেরেছে ফ্রান্সের কাছে।