এম রহমান মামুন ভালুকা,ময়মনসিংহ প্রতিনিধি : আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব ভালুকার (ইউসি) উদ্যোগে অসহায় একজন কিডনি রোগীকে চিকিৎসা সহায়তা বাবদ নগদ ১০ হাজার টাকা প্রদান করেন ০৬ সেপ্টেম্বর সোমবার ময়মনসিংহের কমিউনিটি বেষ্ট মেডিকেল কলেজে এপেক্স ক্লাব অব ভালুকার (ইউস) এর সদস্যরা কামরুল ইসলাম নামে রোগীর কাছে এই অর্থ প্রদান করেন।
কামরুল ইসলামের দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। কামরুল ইসলামে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ধোপাঘাট পাচুয়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।কামরুলের স্ত্রী ও ১২ বছরের কন্যা সন্তান রয়েছে। কামরুল ইসলাম বলেন,আমি বাঁচতে চাই।আমারে আপনারা বাঁচান।আমার কেউ নাই।
বাড়ি ভিটা ছাড়া আমার আর কিছুই নাই।আমি সবার সহযোগিতা চাই। এ সময় উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব ভালুকার (ইউসি) এর প্রেসিডেন্ট এপেঃমো,মোকছেদুর রহমান মামুন,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃসাইদুর রহমান ও ফ্লোর মেম্বার এপেঃশামসুর রহমান।