এস এম রাজু আহমেদ
প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজানুল মুবারকে রোজাদারদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন ফায়ার সেফটি ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারার্স এন্ড সাপ্লাইয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (এফএসইএমএসএবি)। গতকাল রোববার রাজধানীর টিকাটুলিস্থ হোটেল সুপারে এফএসইএমএসএবি’র সভাপতি মোঃ মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র পরিচালক নাসির মজুমদার, নিজামুদ্দীন রাজেশ, হাফেজ হারুন এবং বাংলাদেশ ইলেকট্রিক্যাল কেবলস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আনিসুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন এফএসইএমএসএবি’র সহ-সভাপতি মহিউদ্দিন মন্টু, সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ বাকের হোসেন সহ এসোসিয়েশনের সম্মানিত সদস্যবৃন্দ প্রমুখ।