অনলাইন ডেস্ক: ভিয়েতনামে করোনাভাইরাসের একটি নতুন ধরন শনাক্ত হয়েছে। এটা ভারত এবং যুক্তরাজ্যে শনাক্ত হওয়া ভাইরাসের দুটি ধরনের হাইব্রিড বা মিশ্রণ। নতুন ওই ধরনটি বাতাসে দ্রুত ছড়ায়।
শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী নগুয়েন থানহ লং বলেন, নতুন শনাক্ত ধরনটির জিনোম সিকোয়েন্স করে দেখা গেছে, এটি ভারত ও যুক্তরাজ্যে শনাক্ত হওয়া ধরন দুটির মিশ্রণ। আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে এটি ভারতে প্রথম শনাক্ত ধরনের বিবর্তন, যার উৎপত্তি মূলত যুক্তরাজ্যের ধরনটি থেকে। এ বিষয়ে ভিয়েতনামের পক্ষ থেকে দ্রুতই বিশ্বকে জানানো হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
এমন সময় এ ঘোষণা এলো যখন ভারতীয় ধরন নিয়ে বিশ্বে উদ্বেগ রয়েছে। নগুয়েন আরও জানান, করোনাভাইরাসের নতুন ধরনটি পরীক্ষা করে দেখা গেছে, এটা আগের জানা ধরনগুলোর চেয়ে আরও বেশি সংক্রামক এবং ভাইরাসটি খুব দ্রুত নিজের প্রতিরূপ জন্ম দিতে পারে। সূত্র : এএফপি