নিজস্ব প্রতিবেদক:
ওয়ারীতে যুবদল নেতাকে বাসায় না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যা রাজধানীর ওয়ারী থানা যুবদলের নেতা ফয়সাল মেহবুব মিজুর বাবা মো. মিল্লাত হোসেনকে (৬৭) দূর্বৃত্তরা পিটিয়ে হত্যা করেছে বলে অ ভিযোগ উঠেছে।
বুধবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার পর ৩৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত মো. মিল্লাত হোসেনের ছেলে ফয়সাল মেহবুব মিজু ওয়ারী থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক।তিনি অভিযোগ করেন, বুধবার দিবাগত রাত ১২টার পর প্রায় ২০/২৫ জন যুবক আমাকে মারার জন্য বাসায় আসে।আমাকে না পেয়ে বাসায় ভাঙচুর চালায়।
বের হওয়ার সময় তার বাবার মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ওয়ারী থানার ইন্সপেক্টর (তদন্ত) মুজিবুর রহমান আমাদের কণ্ঠকে বলেন। আমাদের পুলিশ সদস্যরা বিষয়টি ক্ষতিয়ে দেখছেন। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে, আসলে কীভাবে মারা গেছেন। তবে আমাদের কাছে কেউ কোনো অভিযোগ বা মামলা এখনো করেনি।